TRENDING:

সাতসকালেই ৬.৮ তীব্রতায় ভূমিকম্প, আতঙ্কে স্থানীয়রা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#এথেন্স: শুক্রবার সকালেই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল গ্রীসের পশ্চিম উপকূল । রিখটার স্কেলে তীব্রতা ছিল প্রায় ৬.৮ । সূত্রের খবর অনুযায়ী গ্রীসের জনপ্রিয় পর্যটনস্থল জানতে দ্বীপে সবচেয়ে বেশি অনুভূত হয় এই কম্পন ।
advertisement

জানতে দ্বীপের দক্ষিণাংশ জাকিয়ানথোসে স্থানীয় সময় রাত ১১ টা নাগাদ ভূকম্পন অনুভূত হয় । কম্পনের জেরে নেমেছে ভূমিধ্বস ও ব্যাহত হয়েছে বিদ্যুত সরবরাহ । যদিও এই মুহূর্তে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই ।তবে সাতসকালেই কম্পনের জেরে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন স্থানীয়রা ।

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

মার্কিন জিওলজিকাল সার্ভে জানিয়েছে কম্পনের গভীরতা ছিল প্রায় ১৬.৬ কিলোমিটার বা ১০ মাইল । প্রাথমিক তীব্রতার হার ৫.০ হলেও মৃদু কম্পন অনুভূত হয় বেশ খানিকক্ষণ ধরে । প্রসঙ্গত, এথেন্সের অবস্থান ফল্ট লাইনে অর্থাৎ যথেষ্ট ভূ-কম্পন প্রবণ দেশ গ্রীস তবে ক্ষয়ক্ষতির হার এখনও পর্যন্ত কম রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
সাতসকালেই ৬.৮ তীব্রতায় ভূমিকম্প, আতঙ্কে স্থানীয়রা