জানতে দ্বীপের দক্ষিণাংশ জাকিয়ানথোসে স্থানীয় সময় রাত ১১ টা নাগাদ ভূকম্পন অনুভূত হয় । কম্পনের জেরে নেমেছে ভূমিধ্বস ও ব্যাহত হয়েছে বিদ্যুত সরবরাহ । যদিও এই মুহূর্তে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই ।তবে সাতসকালেই কম্পনের জেরে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন স্থানীয়রা ।
মার্কিন জিওলজিকাল সার্ভে জানিয়েছে কম্পনের গভীরতা ছিল প্রায় ১৬.৬ কিলোমিটার বা ১০ মাইল । প্রাথমিক তীব্রতার হার ৫.০ হলেও মৃদু কম্পন অনুভূত হয় বেশ খানিকক্ষণ ধরে । প্রসঙ্গত, এথেন্সের অবস্থান ফল্ট লাইনে অর্থাৎ যথেষ্ট ভূ-কম্পন প্রবণ দেশ গ্রীস তবে ক্ষয়ক্ষতির হার এখনও পর্যন্ত কম রয়েছে।
advertisement
Location :
First Published :
October 26, 2018 8:44 AM IST