TRENDING:

রাশিয়া থেকে কি বিশ্বকাপ জিতে ফিরবে ব্রাজিল, কারা বদলে দেবেন ম্যাচের রঙ

Last Updated:

ফুটবল বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল ৷ ৫ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে তারা ৷ ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২ সালে বিশ্বকাপ জিতেছে তারা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রিও ডি জেনেইরো: ফুটবল বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল ৷ ৫ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে তারা ৷ ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২ সালে বিশ্বকাপ জিতেছে তারা ৷
advertisement

আজ অবধি কোনও বিশ্বকাপের মূল পর্বে বিশ্বকাপ খেলেনি ব্রাজিল তা কখনো হয়নি ৷ এমনকি কখনই তাদের প্লে অফ খেলতে হয়নি ৷ বিশ্বকাপের ইতিহাসে ১০৪ টি ম্যাচের মধ্যে রেকর্ড ৭০ টি ম্যাচ জিতেছে তারা ৷

আরও পড়ুন - নেইমার নিয়ে ঘোর অনিশ্চয়তা, ব্রাজিল দলের সঙ্গে নেই সাম্বা তারকা

১৯৭০ সালে –র বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলকে বিশ্বের সেরা দল হিসেবে গণ্য করা হয় ৷ পাঁচটি আলাদা আলাদা মহাদেশে বিশ্বকাপ জেতার নজিরও আছে তারা ৷ এবারের দল নিয়ে বিশ্ব জয়ে বেরিয়েছেন তিতে ৷

advertisement

থিয়াগো সিলভা – ব্রাজিল ডিফেন্সের ধারাবাহিক প্লেয়ার, ভুল ভ্রান্তি বিশেষ করেন না , যেকোনও রক্ষণে লিড করার মতো করার ক্ষমতা রয়েছে তার ৷ ইউরোপিয় ক্লাব ফুটবলে তিনি দ্রুততম রক্ষণভাগের ফুটবলারদের মধ্যে অন্যতম ৷ পাশাপাশি এরিয়াল বল খেলার দক্ষতা ও বুদ্ধিমত্তায় সকলের পছন্দের তালিকায় এক নম্বরে তিনি ৷

advertisement

ফিলিপ কুটিনহো অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তিতে-র পছন্দের তালিকায় এক নম্বরে ৷ সেকেন্ড স্ট্রাইকার অন দ্য ফ্ল্যাঙ্কস হিসেবেই তিনি খ্যাত ৷ সতীর্থদের গোলের উপযুক্ত বল সাপ্লাইয়ে তার জুড়ি মেলা ভার ৷ ড্রিবলিং ক্ষমতা, গতি , তীক্ষ্নতার এক মারাত্মক কম্বো তিনি ৷

advertisement

গ্যাব্রিয়েল জেসাসের মতো তরুণ ফুটবলার যেকোনও দলের বড় সম্পদ ৷ বিভিন্ন ধরণের অ্যাটাকিং পজিশনে খেলতে পারেন তিনি ৷ সেন্টার ফরোয়ার্ড হিসেবে বেশির ভাগ ক্ষেত্রে ব্যবহার হলেও তিনি একজন তুখোড় স্ট্রাইকার ৷ ফলস নাইন, উইঙ্গার, অ্যাটাকিং মিডফিল্ডার সব রোলেই ফিট তিনি ৷ আসলে গতি, টেকনিক্যাল স্কিল, ড্রিবলিং ক্ষমতা, কর্মক্ষমতা, ফিনিশিং সবকিছুই নিখুঁত তার ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

যাঁর কথা না বললে ব্রাজিল গেমচেঞ্জারদের তালিকা অসম্পূর্ণ থাকবে তিনি হলেন নেইমার ৷ চোট থাকুক, খেলা নিয়ে অনিশ্চয়া থাকুক তবুও তিনিই ব্রাজিলের আক্রমণের মূল কর্ড ৷ সোজা বাংলায় নেইমারের পায়ে বল, বিপক্ষের চোখে জল ৷ নেইমার শুধু পজিটিভ স্ট্রাইকারই নন, উইঙ্গার , অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনেও একইরকম সফল ৷ নেইমারের আরও গুণের তালিকায় রয়েছে তার দুরন্ত ম্যাচ রিডিং, পাসিং, ফিনিশিং,ড্রিবলিং এবং খেলার বৈচিত্র্য ৷

বাংলা খবর/ খবর/খেলা/
রাশিয়া থেকে কি বিশ্বকাপ জিতে ফিরবে ব্রাজিল, কারা বদলে দেবেন ম্যাচের রঙ