পুলিশ জানিয়েছে, ঢাকার অভিজাত গুলশান এলাকায় হামেশাই শহরের ধনী ব্যক্তিদের সঙ্গে দেখা গিয়েছে এই তরুণীকে ৷ তার আরেক নাম রামিসা সিমরন বলে জানা গিয়েছে ৷ নিজের সৌন্দর্য্যের জালে ফাঁসিয়ে অনেকের থেকেই নানা সুবিধা নিয়েছে সে ৷ প্রয়োজনে ব্ল্যাকমেল করতেও ছাড়ত না ইডেন ৷ দামী ঘড়ি থেকে শুরু করে সবমিলিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ৩৬ লক্ষ টাকা এই তরুণী চুরি করেছে বলে অভিযোগ ৷
advertisement
এই সুন্দরী প্রেমের জালে ফাঁসিয়ে অনেক ব্যক্তির কাছ থেকেই লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। ঢাকার এক সংসদ সদস্যের ছেলে তার ফাঁদে পড়ে অনেক কিছু হারিয়েছেন এবং মাদকের খপ্পড়েও পড়েছেন বলেও পুলিশের কাছে অভিযোগ এসেছে। গুলশন, বনানী ও মিরপুর-সহ একাধিক থানায় এই তরুণীর নামে মামলা ও জিডি রয়েছে। এই চক্রের বেশ কয়েকজনকে এর মধ্যে গ্রেফতার করা সম্ভব হলেও ইডেন ডি সিলভা বরাবরই পুলিশের নাগালের বাইরে থেকে গিয়েছে। অবশেষে শুক্রবার পুলিশের জালে ধরা পড়ে সে ৷