‘‘ শ্রীদেবীর মৃত্যু ঘিরে জল্পনা ছড়াবেন না...’’, অনুরোধ UAE-তে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের

Last Updated:

অভিনেত্রীর মৃত্যু নিয়ে তাই রহস্য আরও বেড়েছে ৷ কিন্তু এতে মোটেই সন্তুষ্ট নন ওই দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নবদীপ সুরি ৷

#দুবাই: মৃত্যুর দু’দিন পরেও ভারতে এসে পৌঁছয়নি শ্রীদেবীর মরদেহ ৷ আজ, মঙ্গলবার মুম্বই এসে পৌঁছবে দেহ ৷ জুমেইরাহ এমিরেটস টাওয়ার্স হোটেলে বাথটাবে মৃত্যু হওয়ার পর শ্রীদেবীর মৃত্যু ঘিরে রহস্য যেন আরও ঘনীভূত হয়েছে ৷
সংযুক্ত আরব আমিরশাহী মিডিয়ার রিপোর্ট অনুযায়ী শ্রীদেবীর মৃত্যুতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই ঘটনায় ৷ অভিনেত্রীর মৃত্যু নিয়ে তাই রহস্য আরও বেড়েছে ৷ কিন্তু এতে মোটেই সন্তুষ্ট নন ওই দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নবদীপ সিং সুরি ৷ তাঁর মতে, শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে মিডিয়ার আগ্রহ থাকাটাই স্বাভাবিক ৷ কিন্তু এই ঘটনাকে ঘিরে মাত্রাতিরিক্ত জল্পনা ছড়ানোটা ঠিক নয় ৷ কারণ ১. আমরা যথেষ্ট দ্রুতগতিতে আমিরশাহীর স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে কাজ করছি ৷ যাতে শ্রীদেবীর মরদেহ দ্রুত ভারতে পাঠানো সম্ভব হয় ৷ যত তাড়াতাড়ি সম্ভব দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷  ২. শ্রীদেবীর পরিবার এবং শুভাকাঙ্খীদের সঙ্গে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি ৷  ৩. এই ধরণের ঘটনায় তদন্ত, প্রশাসনিক কাজ, সমস্ত রকম প্রক্রিয়া শেষ করতে ২-৩ দিন সময় লেগেই যায় ৷ ৪. শ্রীদেবীর মৃত্যুর কারণ খোঁজার বিষয়টা বিশেষজ্ঞদের উপরেই ছাড়া হয়েছে ৷
advertisement
শনিবার রাতে খবর এসেছে। আর নেই শ্রীদেবী। সময় পেরোলেও এখনও আকস্মিকতা কাটিয়ে উঠতে পারেনি বলিউড। সোমবার তাঁর দেহ ফেরার কথা ছিল। নায়িকাকে একবার শেষদেখা দেখতে সোমবার সকাল থেকেই ভিড় বাড়তে শুরু করে মুম্বইয়ের লোখান্ডওয়ালা ও আন্ধেরিতে শ্রীদেবীর বাড়ির সামনে। কিন্তু,আরব সাগরের ওপারে তখন নায়িকার দেহ নিয়ে টানাপোড়েন চলছে। কখন মুম্বই পৌঁছবে শ্রীদেবীর দেহ? আদৌ মিলবে একপলকের দেখা ? এসব প্রশ্নের উত্তর নেই সাগরের এপারে। অনন্ত অপেক্ষায় বি টাউন। বহুদিন ধরেই কাপুর পরিবারের নানা উত্থানপতনের সঙ্গে জড়িয়ে সারিকা, রেখা, শাবানা আজমি, মাধুরী দীক্ষিত, তাব্বু, করণ জোহর, ফারহান আখতার, অনুপম খেরের মতো অভিনেতারা। সোমবার, একে একে অনিল কাপুরের বাড়িতে উপস্থিত হন তাঁরা।
advertisement
advertisement
পঞ্চাশ বছরের কেরিয়ারে তামিল, তেলুগু, কন্নড়, হিন্দিতে তিনশো ছবিতে অভিনয়। শ্রীদেবীর মৃত্যু মিলিয়ে দিল সব কিছু। কমল হাসান, ভেঙ্কটেশের মতো দক্ষিণী সুপারস্টাররাও উপস্থিত হন সেখানে। নায়িকা আসছেন। ভিন্নরকম সজ্জায় সান্তাক্রুজ শ্মশানও। সোমবার সকাল থেকেই সেখানে শুরু হয়েছিল অন্ত্যেষ্টির প্রস্তুতি। অপেক্ষার প্রহর বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে মিস ‘হাওয়া-হাওয়াই’কে একবারের জন্য শেষদেখার আগ্রহও। চোখের কোণে জল নিয়ে শেষদেখার সময় গুনছেন আত্মীয়-পরিজন-ভক্তরা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
‘‘ শ্রীদেবীর মৃত্যু ঘিরে জল্পনা ছড়াবেন না...’’, অনুরোধ UAE-তে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement