ফেসবুকে চাই ‘আসল’ ৩ লাখ লাইক, সাংসদদের মোদির টার্গেট

Last Updated:
#নয়াদিল্লি: নমো অ্যাপে তথ্য ফাঁসের অভিযোগ, ফেসবুক কাণ্ড , সঙ্গে সঙ্গে বিরোধীদের একের পর কটাক্ষের মাঝে সাংসদদের জনপ্রিয় হওয়ার নয়া টার্গেট নির্ধারণ করে দিলেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ। যে কোনও নির্বাচনে জনমত জেতা জন্য মোদি-শাহ জুটির ভরসা ডিজিট্যাল মাধ্যম। পাখির চোখ 2019 লোকসভা নির্বাচনেও ক্ষমতা ধরে রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ভরসা রাখছেন সোশ্যাল মিডিয়ায়।
গেরুয়া শিবির সূত্রে খবর, এবার নরেন্দ্র মোদি দলের প্রত্যেক সাংসদকে নির্দেশ দিয়েছেন প্রত্যেকের ফেসবুক প্রোফাইলে অন্তত যেন তিন লক্ষ আসল ফেসবুক লাইক থাকে । অর্থাত্‍ এই তিন লাখ ফেসবুক সমর্থন যেন কোনও টাকার বিনিময়ে না কেনা হয় এবং এই তিন লাখ লাইকের মধ্যে যেন কোনও ফেক প্রোফাইল না থাকে।
advertisement
advertisement
সম্প্রতিই এক সমীক্ষায় প্রকাশিত, বিশ্বের বেশিরভাগ নেতা-মন্ত্রীদের ফেসবুক লাইকের অধিকাংশই টাকা দিয়ে কেনা এবং তার মধ্যে বহু লাইক ফেক প্রোফাইল তৈরি করে বাড়ানো হয়েছে। এমন রিপোর্টে নড়েচড়ে বসেছে বিজেপি আইটি সেলও। গত সপ্তাহে রাজধানীতে বিজেপির দলীয় বৈঠকেও রীতিমতো আলোচনা হয় বিষয়টি নিয়ে। ফেসবুকে সাংসদদের সক্রিয়তা নিয়ে প্রশ্ন করেন স্বয়ং প্রধানমন্ত্রী।
advertisement
সূত্রের খবর, তিনি জানতে চান কতজন দলীয় সাংসদদের প্রোফাইলে তিন লাখ আসল লাইক রয়েছে। উত্তরে আত্মবিশ্বাসীর সংখ্যা ছিল খুবই কম। এহেন অবস্থা দেখে মোদি সাংসদদের সোশ্যাল মিডিয়ায জনপ্রিয়তা বাড়ানোর নির্দেশ দেন এবং তিন লাখ আসল লাইক অর্জনের টার্গেট দেন । ভারতের মন জিততে বরাবরই ডিজিট্যাল মাধ্যমেই বেশি জোর দিয়ে এসেছে বিজেপি থিঙ্ক ট্যাঙ্ক । আগামী নির্বাচনগুলিতেও সেই পন্থার অন্যথা হবে না।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফেসবুকে চাই ‘আসল’ ৩ লাখ লাইক, সাংসদদের মোদির টার্গেট
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement