অবসরের পর রোজগারের নিশ্চয়তাই নয়, ছাদও দেবে ইপিএফও
Last Updated:
শুধুমাত্র অবসরের ভরসা নয়। এবার মাথার উপর ছাদের ব্যবস্থাও করে দেবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। তাও আবার কর্মজীবনের মধ্যেই। এবার ইপিএফের টাকায় কম সুদে গৃহঋণ প্রকল্পের ভাবনা কেন্দ্রের।
#নয়াদিল্লি: শুধুমাত্র অবসরের ভরসা নয়। এবার মাথার উপর ছাদের ব্যবস্থাও করে দেবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। তাও আবার কর্মজীবনের মধ্যেই। এবার ইপিএফের টাকায় কম সুদে গৃহঋণ প্রকল্পের ভাবনা কেন্দ্রের। প্রভিডেন্ট ফান্ডের টাকাতেই কেনা যাবে সস্তার বাড়ি ও ফ্ল্যাট। থাকছে মাসিক কিস্তির ব্যবস্থাও। প্রভিডেন্ট ফান্ড কমিশনার জানিয়েছেন, আগামী অর্থবর্ষ থেকেই চালু হচ্ছে প্রকল্প। কম সুদের এই গৃহঋণ প্রকল্পে উপকৃত হবেন চার কোটিরও বেশি ইপিএফ গ্রাহক।
সদস্যদের জন্য কম সুদে গৃহঋণ প্রকল্প আনতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গ্যানাইজেশন বা ইপিএফও। এই প্রকল্পে,কম দামের বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য পিএফ-এর টাকা ব্যবহার করা যাবে ৷ প্রভিডেন্ট ফান্ড থেকেই ইএমআই-এর সুবিধা মিলবে ৷ এজন্য পিএফ কর্তৃপক্ষ-ব্যাঙ্ক ও গ্রাহকের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি হবে ৷ তবে জমি-বাড়ি কেনায় সরাসরি কোনও ভূমিকা থাকবে না ইপিএফও-র ৷
advertisement
২০১৭-১৮ অর্থবর্ষ থেকে চালু হবে এই প্রকল্প ৷ এই প্রকল্পের ফলে উপকৃত হবনে ইপিএফও-র আওতায় থাকা চার কোটিরও বেশি মানুষ। তবে কম দামের বাড়ি বলতে কত টাকার বাড়ি বোঝাবে তা এখনও ঠিক হয়নি। একইসঙ্গে পিএফ থেকে সর্বোচ্চ কত টাকা নেওয়া যাবে, তা এখনও নির্দিষ্ট করা হয়নি ।
advertisement
যদিও অর্থনীতিবিদদের ধারণা, এই ধরনের হাউসিং স্কিমে আসলে গ্রাহকদের থেকে বেশি উপকৃত হবেন রিয়েল এস্টেট ব্যবসায়ীরা। এই প্রকল্পের মাধ্যমে সরাসরি জমি কিনতে পারবেন না ক্রেতারা।
Location :
First Published :
October 03, 2016 6:34 PM IST