বৃদ্ধ দম্পতির বাড়িতে কয়েক লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার নার্স
Last Updated:
অসুস্থ গৃহকর্ত্রীর দেখভাল করতে গিয়েই চুরির ছক। বাগমারিতে বৃদ্ধ দম্পতির বাড়িতে চুরির অভিযোগে গ্রেফতার নার্স।
#কলকাতা: অসুস্থ গৃহকর্ত্রীর দেখভাল করতে গিয়েই চুরির ছক। বাগমারিতে বৃদ্ধ দম্পতির বাড়িতে চুরির অভিযোগে গ্রেফতার নার্স। ধৃত মীরা হাজারির বিরুদ্ধে ৬-৭ লক্ষ টাকার গয়না চুরির অভিযোগ। সতেরো বছর ধরে ওই বাড়িতেই থাকত অভিযুক্ত।
বাগমারির একটি ফ্ল্যাটে থাকেন বৃদ্ধ দম্পতি সঞ্জয় ও রমা চৌধুরী। ১৭ বছর আগে সেরিব্রাল অ্যাটাক হয় রমাদেবীর। চিকিৎসা হলেও অসুস্থ থাকতেন তিনি। তাঁর দেখভালের জন্যে দু’জন নার্স ও আয়াকে বাড়িতেই নিয়োগ করা হয়। বাকিরা কাজ ছেড়ে দিলেও নার্স মীরা হাজারি সেই ২০০১ সাল থেকে অসুস্থ রমাদেবীর দেখাশোনা করত। চৌধুরী দম্পতির বিশ্বাসকে কাজে লাগিয়ে ৬-৭ লক্ষ টাকার গয়না হাতিয়ে নেয় মীরা। তিনদিন আগে মীরা নিজেই গৃহকর্তা সঞ্জয় চৌধুরীকে জানায়,আলমারিতে কোনও গয়না নেই। মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেন বৃদ্ধ। তাঁর সন্দেহ ছিল ওই নার্সের দিকেই।
advertisement
অভিযুক্ত নার্স মীরা হাজারিকে ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার কথায় অসঙ্গতি থাকায় গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া গয়না উদ্ধারও করেছে পুলিশ।
advertisement
Location :
First Published :
March 22, 2018 3:05 PM IST