প্রাথমিকের দ্বিতীয় পর্যায়ের মেধাতালিকা প্রকাশিত

Last Updated:

অবশেষে পরীক্ষার্থীদের স্বস্তি দিয়ে প্রাথমিকের দ্বিতীয় পর্যায়ের মেধাতালিকা প্রকাশ করল পর্ষদ ৷

#কলকাতা: অবশেষে পরীক্ষার্থীদের স্বস্তি দিয়ে প্রাথমিকের দ্বিতীয় পর্যায়ের মেধাতালিকা প্রকাশ করল পর্ষদ ৷ আজ শনিবার বাংলা বাদে অন্যান্য মাধ্যমের মেধাতলিকা প্রকাশ করা হল ৷ আপাতত ৫২৩১ জন প্রশিক্ষণহীন পরীক্ষার্থীদের তালিকাই প্রকাশ করা হয়েছে ৷ আগামীকাল, রবিবার এই প্রার্থীদের কাউন্সিলিং ও নিয়োগপত্র দেওয়া হবে ৷
এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছিল রবিবারের মধ্যেই ফুল প্যানেল প্রকাশ করা হয়ে যাবে ৷ কিন্তু সেটা শেষপর্যন্ত করে ওঠা সম্ভব হয়নি ৷ আপাতত যাদের নাম তালিকায় প্রকাশিত হয়েছে, তাদের আগামীকাল কাউন্সিলিং হবে ৷
এদিন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য বলেন , ‘‘ ধাপে ধাপে তালিকা প্রকাশ করব বলেছিলাম ৷ সেটাই আমরা করছি ৷ ’’
advertisement
advertisement
তবে পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রাথমিকের ফলপ্রকাশ ওয়েবসাইটে করতে চাইছে পর্ষদ ৷ সভাপতি মানিক ভট্টাচার্য এদিন বলেন, ‘‘ নিরাপত্তার সবুজ সঙ্কেত পেলে ওয়েবসাইটেই প্রাথমিকের ফল প্রকাশ করা হবে ৷ ’’
ওয়েবসাইটে ফল প্রকাশ না হওয়ায় প্রাথমিক শিক্ষা সংসদে বিক্ষোভও দেখান চাকরীপ্রার্থীদের একাংশ ৷ এর আগে ফল প্রকাশের পর নিয়োগের কোনও খবর না আসায় স্বভাবতই চরম উদ্বিগ্নে দিন কাটছিল পরীক্ষার্থীদের ৷ নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভে সামিলও হয়েছিলেন প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থীরা ৷ অবশেষে কিছুটা হলেও স্বস্তি পেলেন তাঁরা ৷ তবে এখন গোটা তালিকা প্রকাশের অপেক্ষায় রয়েছেন বাকি চাকরিপ্রার্থীরা ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রাথমিকের দ্বিতীয় পর্যায়ের মেধাতালিকা প্রকাশিত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement