Kolkata Underwater Metro: গঙ্গায় ছুটছে ‘ঢেউ’! শহরের নতুন আকর্ষণ জলের ‘ইলেকট্রিক মেট্রো’, কোথায় গেলে চড়তে পারবেন? খরচ কত? সব জেনে নিন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Kolkata Underwater Metro: গলি নদীতে ‘ঢেউ’-এ উঠতে মানুষের ভীড়। এই ‘ঢেউ’, জলের ঢেউ নয়। ভারতের প্রথম আন্ডারওয়াটার মেট্রোর নাম ‘ঢেউ’। মিলেনিয়াম পার্ক থেকে ২ ঘন্টার যাত্রায় যাত্রীদের হাওড়া ব্রিজ, বালি ব্রিজ, দক্ষিণেশ্বর, বেলুড় মঠের পাশ দিয়ে নিয়ে যায়।
কলকাতাঃ হুগলি নদীতে ‘ঢেউ’-এ উঠতে মানুষের ভীড়। এই ‘ঢেউ’, জলের ঢেউ নয়। ভারতের প্রথম আন্ডারওয়াটার মেট্রোর নাম ‘ঢেউ’। মিলেনিয়াম পার্ক থেকে ২ ঘন্টার যাত্রায় যাত্রীদের হাওড়া ব্রিজ, বালি ব্রিজ, দক্ষিণেশ্বর, বেলুড় মঠের পাশ দিয়ে নিয়ে যায়। গত ছয় মাস চালু হয়েছে এই পরিষেবা।
আরও পড়ুনঃ এগিয়ে আসছে মৃত্যুদিন…সূর্যে মারা গেলে কী হবে পৃথিবীর? কতটা বিপদ জানেন মানুষের! চঞ্চল্যকর তথ্য পেলেন বিজ্ঞানীরা
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE) ১৩.৫ কোটি টাকা খরচ করে, ঢেউ তৈরি করেছে। এটি কোনও সাধারণ ফেরি নয়। ৯২ জনের বসার জায়গা আছে, উভয় শীতাতপ নিয়ন্ত্রিত এবং নন-এসি আসন আছে। খরচ- এসি সিট – ₹৩০০, নন এসি ,সিট– ₹২০০।
advertisement
advertisement
আনুষ্ঠানিক উদ্বোধন জানুয়ারিতে বাবুঘাটে হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্ধোধন করেন।GRSE-এর প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক জাহাজ, যা গঙ্গা এবং ভাগীরথী নদীতে পরিচালিত দূষণকারী, বয়স্ক ডিজেল ফেরিগুলিকে প্রতিস্থাপন করতে নির্মিত হয়েছে। আন্ডারওয়াটার মেট্রো কলকাতায় আবারও পরিবেশ বান্ধব নগর গতিশীলতায় বেঞ্চমার্ক স্থাপন করছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2025 10:27 PM IST