‘কেন এত উদাসীনতা’, শিক্ষক নিয়োগ মামলায় হাইকোর্টে ভর্ৎসিত SSC চেয়ারম্যান

Last Updated:

উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে ফের কলকাতা হাইকোর্টে ভর্ৎসিত SSC ৷

#কলকাতা: উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে ফের কলকাতা হাইকোর্টে ভর্ৎসিত SSC ৷ নিয়োগ নিয়ে ‘উদাসীন’ অভিযোগ করে বিচারপতি রাজীব শর্মা এদিন স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে তিরস্কৃত করেন ৷
বিচারপতির অভিযোগ নিয়োগ নিয়ে একাধিক মামলা হাইকোর্টে বিচারাধীন ৷ কিন্তু তা সত্ত্বেও কমিশন কোর্টের নির্দেশ ঠিকমতো না মানায় মামলার নিষ্পত্তি সম্ভব হচ্ছে না ৷ আদালতেই মামলার সঙ্গে ঝুলে রয়েছে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ ৷ মামলার প্রলম্বিত হওয়ার সঙ্গে সঙ্গে নষ্ট হচ্ছে বহু মানুষের মূল্যবান সময় ৷
নিয়োগ নিয়ে নানা মামলায় জেরবার কমিশন। সেই তালিকায় নয়া সংযোজন প্রাক্তন সেনাকর্মী শিলাদিত্য সরকারের করা মামলা। উচ্চ প্রাথমিকে টেট পরীক্ষায় পাশ করার পরও ইন্টারভিউতে ডাক পাচ্ছেন না, এই অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই প্রাক্তন সেনা কর্মী ৷ তাঁর অভিযোগ, প্রাক্তন সেনার জন্য সংরক্ষিত পদে ফর্ম ফিলাপের পর উচ্চ প্রাথমিকে টেট পাশ করা সত্ত্বেও ইন্টারভিউতে ডাক পাননি ৷ কমিশনের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায় সংরক্ষিত ওই পদে এখন কোনও শূন্য আসন নেই, তাই ওই প্রাক্তন সেনাকর্মীকে নিয়োগ সম্ভব নয় ৷ এরপরই আদালতে অভিযোগ দায়ের করেন টেট উত্তীর্ণ ওই প্রাক্তন সেনাকর্মী ৷
advertisement
advertisement
এই মামলার শুনানিতেই গত শুক্রবার স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে হাইকোর্ট ডেকে পাঠায় ৷ এদিন SSC চেয়ারপার্সনকে এজলাসে ডেকে প্রবল তিরস্কার করেন বিচারপতি রাজীব শর্মা ৷ বলেন, ‘SSC নিয়ে একাধিক মামলা ঝুলে রয়েছে হাইকোর্টে ৷ অথচ অসহযোগিতা করছে SSC কর্তৃপক্ষ ৷ তার জেরেই মামলার নিষ্পত্তি হচ্ছে না ৷ আপনারা আদালতের নির্দেশ মানছেন না ৷ আপনাদের আচরণ দায়িত্বজ্ঞানহীন ৷ আদালত তার প্রশ্নের সন্তোষজনক উত্তর পাচ্ছে না ৷’ একইসঙ্গে বিচারপতির প্রশ্ন, ‘আদালত সংক্রান্ত বিষয়গুলি দেখভাল করার জন্য আপনি কেন সর্বক্ষণের জন্য একজন অফিসার নিয়োগ করছেন না?’
advertisement
এরপরই সুবীরেশ ভট্টাচার্য জানান, আদালত সংক্রান্ত বিষয়গুলির নিষ্পত্তির জন্য একজন সর্বক্ষণের অফিসার নিয়োগ করবেন ৷ তাঁরাও চান মামলার দ্রুত নিষ্পত্তি হোক ৷ মামলার ফাঁসে আটকে রয়েছে নিয়োগ ৷ মামলাগুলি যাতে দ্রুত মিটে যায়, তার জন্য আদালতের সমস্ত রকম সহযোগিতা করবে স্কুল সার্ভিস কমিশন, আশ্বাস চেয়ারম্যানের ৷
advertisement
অন্যদিকে, গত ৩ মার্চ আদালতের রায়ে বিপাকে রাজ্য ৷ প্রশিক্ষণহীনদের নিয়োগ নিয়ে জটিলতা ৷ টেট বাতিল নিয়ে জনস্বার্থ মামলায় আদালতে স্কুল সার্ভিস কমিশন জানায়, আগামী দু’সপ্তাহ উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে এগোবে না কমিশন ৷ অর্থাৎ মার্চের শেষ সপ্তাহ অবধি বন্ধ নিয়োগ ৷ প্রাথমিক ও উচ্চপ্রাথমিকের টেট পরীক্ষা বাতিল মামলায় এই হলফনামা দেয় SSC ৷ ফলে বাধাপ্রাপ্ত উচ্চপ্রাথমিক নিয়োগ ৷
advertisement
মামলার গেরো কাটলে এসএসসিতে রাতারাতি নিয়োগ হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই প্রতিশ্রুতি দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। এবারও সেই একই সুর হাইকোর্টেরও। তবে কাঠগড়ায় স্কুল সার্ভিস কমিশন। মামলার কাঁটা কি দ্রুত সরবে? তাকিয়ে ২৬ লক্ষ পরীক্ষার্থী।
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘কেন এত উদাসীনতা’, শিক্ষক নিয়োগ মামলায় হাইকোর্টে ভর্ৎসিত SSC চেয়ারম্যান
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement