ট্রেনের ধাক্কায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রহস্য মৃত্যু
Last Updated:
পরীক্ষা শুরু আজ থেকেই ৷ কিন্তু সেই পরীক্ষায় আর বসা হল না উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী অনির্বাণ নন্দীর ৷ বালি স্টেশনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী অনির্বাণ নন্দীর ৷
#বালি: পরীক্ষা শুরু আজ থেকেই ৷ কিন্তু সেই পরীক্ষায় আর বসা হল না উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী অনির্বাণ নন্দীর ৷ বালি স্টেশনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী অনির্বাণ নন্দীর ৷ কিন্তু ইতিমধ্যেই তাঁর মৃত্যু ঘিরে দানা বাঁধছে একাধিক রহস্য ৷ নিছক দুর্ঘটনা, নাকি আত্মহত্যা ? উঠছে প্রশ্ন ৷
বরানগরের বাসিন্দা অনির্বাণ গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল বলে খবর ৷ জ্যোতিনগর হাই স্কুল থেকে এ বছরই তার উচ্চমাধ্যমিক দেওয়ার কথা ৷
advertisement
রাত ১০টা নাগাদ বালি স্টেশন থেকে উদ্ধার হয় অনির্বাণের দেহ ৷ প্রশ্ন উঠছে, বরানগর থেকে বালি স্টেশনে কী করে পৌঁছল অনির্বাণ ? তার ঘর থেকে মোবাইল উদ্ধার করেছে পুলিশ ৷
advertisement
মৃত্যুর আগে নিজের ফেসবুক ওয়ালে ‘বাই’ লিখে পোস্ট করেছিল সে ? ফলে জোরালো হচ্ছে আত্মহত্যার সম্ভাবনাও ৷ ছাত্রের মৃত্যুর তদন্তে নেমেছে বেলুড় জিআরপি ৷
view commentsLocation :
First Published :
March 27, 2018 12:08 PM IST