এভাবে চেক করুন জিও-র ডেটা ব্যালেন্স !

Last Updated:

বিনামূল্যে ভয়েস কল ও ডেটা প্ল্যানের জমানা প্রায় শেষ ৷ কিন্তু ফ্রি-য়ের জমানা শেষ হওয়ার পর কী হবে?

#মুম্বই: বিনামূল্যে ভয়েস কল ও ডেটা প্ল্যানের জমানা প্রায় শেষ ৷ কিন্তু ফ্রি-য়ের জমানা শেষ হওয়ার পর কী হবে? জিও ব্যবহার করতে কত টাকাই বা খরচ করতে হবে? এই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছিল কোটি কোটি জিও গ্রাহকের মাথায়। সংস্থার তরফে জানানো হয়েছে, এবার এই পরিষেবা অব্যাহত রাখতে হতে হবে জিও প্রাইম মেম্বর ৷   মাত্র ৯৯ টাকা দিয়ে প্রথমে রেজিষ্ট্রেশন করে ও পরে ৩০৩ টাকা দিয়ে রিচার্জ করলেই কেল্লাফতে ৷ তিন মাসের জন্য নিশ্চিন্ত থাকতে পারবেন গ্রাহকরা ৷
একদিন পর্যন্ত জিও সিমটি অ্যাকটিভ হওয়ার পর থেকে রিচার্জ করা বা ব্যালেন্স দেখে নেওয়ার মতো কোনও পরিস্থিতি তৈরিই হয়নি। কিন্তু এবার থেকে কতটা ডেটা ব্যবহার করলেন, কত ব্যালেন্স রয়েছে সমস্ত কিছুর উপরই নজর রাখতে হবে গ্রাহকদের ৷ কিন্তু কী করে জিও সিমে আপনার ব্যালেন্স কত জানবেন কী করে ? বাকি মোবাইল সংস্থাগুলির মতোই USSD কোডের মাধ্যমে আপনি জিও-র ব্যালেন্স জানতে পারবেন ? সম্প্রতি সংস্থার তরফে তাদের USSD- কোডের ঘোষণা করা হয়েছে ৷ এক নজরে দেখে নিন জিও-র USSD কোড কী কী ?
advertisement
Main Balance চেক করতে হলে ডায়েল করুন *333# অথবা *367# ৷ এছাড়া MBAL to 55333 তে মেসেজ  পাঠান ৷ এর জন্য কোনও টাকা কাটা হবে না ৷ এসএমএস-এর মাধ্যমে আপনাকে ব্যালেন্স জানিয়ে দেওয়া হবে ৷
advertisement
প্রি পেড ব্যালেন্স ও ভ্যালিডিটি জানতে 199 নম্বরে BAL লিখে এসএমএস পাঠান ৷ তাহলে প্যাক ও তার ভ্যালিডিটি সম্পর্কে জানতে পারেবন ৷
advertisement
পোস্ট পেডের বিল অ্যানাউন্ট জানতে হলে 199 নম্বরে BILL লিখে মেসেজ পাঠান ৷
জিও GPRS অথবা ইন্টারনেট ব্যালেন্স জানতে *333*1*3*# ডায়েল করুন
নিজের জিও নম্বর জানতে হলে *1# ডায়েল করুন ৷
স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে রিচার্জের জন্য- *368# অথবা *305*<14 ডিজিট নম্বর># ডায়েল করুন ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এভাবে চেক করুন জিও-র ডেটা ব্যালেন্স !
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement