নতুন বছরে জানুয়ারি মাসে ১২ দিনই ছুটি !

Last Updated:

নতুন বছরে জানুয়ারি মাসে ১২ দিনই ছুটি !

 #কলকাতা: ২০১৭ কে বিদায় জানিয়ে সদ্য পথ চলা শুরু করেছে ২০১৮ ৷ নতুন বছরে শুরু হতে না হতেই লম্বা ছুটি উপভোগের সুযোগ ৷ মাসের ৩১ দিনের মধ্যে ১২ দিনই রয়েছে ছুটি ৷
নতুন বছরের শুরুতেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর ৷ নতুন বছর বলতে গেলে শুরুতেই কাজের চাপের থেকে বেশি বিশ্রামের সুযোগ দিতে প্রস্তুত ৷ হিসেব করে দেখতে গেলে জাতীয় ও আঞ্চলিক ছুটি মেলালে মাসের প্রায় অর্ধেকের একটু কম দিনই ছুটি ৷ ভাবছেন কী করে তাহলে নজর রাখুন এই তালিকায়-
১ জানুয়ারি- ইংরেজি নববর্ষ উপলক্ষে ছুটি
advertisement
advertisement
২ জানুয়ারি- নিউ ইয়ার সেলিব্রেশন (মিজোরাম রাজ্যে প্রযোজ্য) এবং মন্নম জয়ন্তী, ( কেরল রাজ্যে প্রযোজ্য)
৫ জানুয়ারি- গুরু গোবিন্দ সিং জয়ন্তী (ছুটি থাকবে উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে)
১২ জানুয়ারি- স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী (পশ্চিমবঙ্গে ছুটি )
১৪ জানুয়ারি- মকর সংক্রান্তি
advertisement
১৫ জানুয়ারি- থিরুভাল্লাউভার ডে (তামিলনাড়ু ও পুদুচেরিতে প্রযোজ্য)
১৫ জানুয়ারি- টুসু পূজা (ছুটি থাকবে অসমে)
১৬ জানুয়ারি- উঝবর তিরুনাল ( ছুটি পুদুচেরি ও তামিলনাড়ুতে)
১৭ জানুয়ারি- সোনম লোচার (সিকিমে প্রযোজ্য )
২২ জানুয়ারি - সরস্বতী পুজো (দেশের কিছু কিছু জায়গায় পালিত হয়)
advertisement
২৩ জানুয়ারি- নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন
২৬ জানুয়ারি- প্রজাতন্ত্র দিবস
৩১ জানুয়ারি- মে-দাম-মে-ফি (ছুটি আসামে)
বাংলা খবর/ খবর/কলকাতা/
নতুন বছরে জানুয়ারি মাসে ১২ দিনই ছুটি !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement