ডিএ মামলায় নয়া নির্দেশ হাইকোর্টের, রাজ্যকে দিতে হবে শেষ ৯ বছরের হিসেব

Last Updated:

ডিএ মামলায় নয়া নির্দেশ হাইকোর্টের, রাজ্যকে দিতে হবে শেষ ৯ বছরের হিসেব

 #কলকাতা: বকেয়া ডিএ মামলায় নয়া নির্দেশ ৷ রাজ্যের কাছে সরকারি কর্মচারীদের শেষ ৯ বছরের মহার্ঘ ভাতার হিসেব চাইল হাইকোর্ট ৷ মঙ্গলবার ফের মামলার শুনানি ৷ বহুদিন ধরেই বকেয়া রাজ্য সরকারি কর্মচরীদের মহার্ঘ ভাতা ৷ ডিএ আদায়ে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকারি কর্মচারী সংগঠন ৷ সেই ডিএ মামলার আইনি যুক্তি তৈরি করে দেয় হাইকোর্ট ৷ এর আগে শুনানিতে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে রাজ্যের কাছে চারটি প্রশ্নের জবাব চেয়েছিল হাইকোর্ট ৷
এদিনের শুনানিতে হাইকোর্ট রাজ্যের কাছে সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত কিছু প্রশ্নের জবাব চেয়েছে ৷ মঙ্গলবার রাজ্যকে আদালতে বিস্তারিতভাবে যে প্রশ্নগুলির উত্তর দিতে হবে তা হল,
advertisement
- ৯বছরে কতবার ডিএ নির্দেশিকা জারি রাজ্যে?
- এর আগে কত শতাংশ হারে ডিএ দেওয়া হয়েছে?
-ডিএ ঘোষণা এবং প্রাপ্তির মধ্যে সময়ের ফারাক কত?
advertisement
-কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ পার্থক্য কত?
- শেষ ৯ বছরের ডিএ-এর হিসেব চেয়েছে হাইকোর্ট
এর আগে গত ৭ সেপ্টেম্বর তৃণমূল সরকারি কর্মী সংগঠনের সমাবেশে এসে ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ২০১৮ সালের পয়লা জানুয়ারিতে ১৫ শতাংশ হারে ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের ৷
advertisement
এরপর আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, আর কোনও বকেয়া ডিএ নেই ৷ এই দাবির তীব্র প্রতিবাদ জানিয়ে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের আইনজীবী দাবি করেছিলেন, এখনও ডিএ-সহ আরও অনেক সুযোগ সুবিধা বকেয়া রয়েছে ৷ সেই দাবির পরিপ্রেক্ষিতেই বকেয়া ডিএ মামলায় মূলত এই প্রশ্নগুলির উত্তর চায় আদালত ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ডিএ মামলায় নয়া নির্দেশ হাইকোর্টের, রাজ্যকে দিতে হবে শেষ ৯ বছরের হিসেব
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement