ওলার সঙ্গে ভারতীয় রেলের গাঁটছড়া, কী কী সুবিধা মিলবে জানেন ?
Last Updated:
#নয়াদিল্লি: ট্রেন থেকে নেমে মালপত্র সামলে ট্যাক্সি বা গাড়ির পিছনে ছোটাছুটির দিন শেষ । এবার শুধু স্টেশনে ট্রেন থেকে নামার অপেক্ষা, গন্তব্যে পৌঁছনোর জন্য আগেই হাজির ক্যাব। অ্যাপ ক্যাব ওলার সঙ্গে গাঁটছড়া বাঁধল ভারতীয় রেল। এবার রেলের অ্যাপ থেকেই টিকিট কাটার সঙ্গে সঙ্গে বুক করা যাবে ক্যাবও। মিলবে আকর্ষণীয় ডিসকাউন্টও।
রাজ্যের বাইরে বা অন্য শহরে ঘুরতে গেলে সিট রিজার্ভেশনের কল্যাণে ট্রেনের যাত্রাটি সুখকর হলেও স্টেশনে নেমে ভারী ভারী লাগেজ সামলে গন্তব্যে পৌঁছনোর গাড়ি ঠিক করার ঝক্কিতে নাজেহাল হন অনেকেই। রেলের সঙ্গে ওলার চুক্তিতে এবার এই সমস্যার সমাধান। এবার IRCTC রেলের অ্যাপ ও ওয়েবসাইটেই পাওয়া যাবে ওলা বুকিং সার্ভিসের অপশন। টিকিট রিজার্ভেশনের সঙ্গে সঙ্গেই যাত্রার অন্তত সাত দিন আগে থেকে রেলস্টেশন থেকে গন্তব্যে যাওয়ার জন্য ক্যাব বুক করে রাখতে পারবেন যাত্রীরা। সেই সঙ্গে বিশেষ ডিসকাউন্টও দেবে ওলা ক্যাব।
advertisement
ভারতীয় রেলের সঙ্গে এটি ওলা ক্যাবের ছমাসের পাইলট প্রজেক্ট। রেল অ্যাপ থেকে ওলার সমস্ত ধরনের পরিষেবার সুবিধাই নেওয়া যাবে। যাত্রীরা শেয়ার, ওলা মিনি, ওলা মাইক্রো বিভিন্ন অপশন থেকে পছন্দসই ক্যাবটি বেছে নিতে পারবেন। এমনকি স্টেশনের আইআরসিটিসি আউলেট থেকেও বুক করা যাবে ওলা ক্যাব।
advertisement
Location :
First Published :
March 20, 2018 10:05 AM IST