ডোকলাম নিয়ে চিনকে কড়া বার্তা নির্মলা সীতারমনের

Last Updated:
#নয়াদিল্লি: চিনের প্রেসিডেন্ট একদিন আগেই বলেছেন, তাঁরা তাঁদের শত্রুপক্ষের সঙ্গে লড়াই করতে প্রস্তুত আছেন। আজ রবিবার সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেন, ‘‘আমরা সতর্ক আছি। ডোকলামে যে কোনও অপ্রত্যাশিত পরিস্থিতির মোকাবিলা করার জন্য আমরা তৈরি। আমরা বাহিনীর আধুনিকীকরণের কাজ চালিয়ে যাচ্ছি। আমরা দেশের অখণ্ডতা বজায় রাখব।’’
শনিবার চিনে ভারতীয় রাষ্ট্রদূত গৌতম বাম্বাওয়ালে বলেন, ‘‘ভারত-চিন সীমান্তে কয়েকটি অঞ্চল অত্যন্ত সংবেদনশীল। শান্তির স্বার্থে ওই অঞ্চলগুলিতে স্থিতাবস্থা বজায় রাখা উচিত। যদি কেউ (চিন) স্থিতাবস্থা বদল করার চেষ্টা করে, তা হলে ডোকলামের মতো পরিস্থিতি তৈরি হবে।’’
advertisement
advertisement
এই মাসের গোড়াতেই প্রতিরক্ষা মন্ত্রী সংসদে জানান, ডোকলামে চিন হেলিপ্যাড তৈরি করছে, সেখানে সেনা বাহিনী ঘুরছে এবং তাঁবু খাটিয়ে সেখানে থাকছে। কোনও বিপদের আশঙ্কা তাই উড়িয়ে দেওয়া যায় না। এর পাশাপাশি মঙ্গলবারই চিনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ‘‌চিন এক টুকরো জমিও ছাড়তে রাজি নয়। আমরা তার জন্য আমাদের শত্রুপক্ষের সঙ্গে লড়াই করতে প্রস্তুত আছি।’‌
advertisement
এ বছরের জানুয়ারিতে সেনাপ্রধান বিপীন রাওয়াত জানিয়েছিলেন, পাকিস্তান সীমান্তের বদলে এ বার চিন সীমান্তে নজর দেওয়া উচিত। এরই মধ্যে চিনা প্রেসিডেন্ট নিজেদের দেশের অখণ্ডতা বজায় রাখার জন্য যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। এরই পাল্টা কড়া বার্তা দিলেন নির্মলা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ডোকলাম নিয়ে চিনকে কড়া বার্তা নির্মলা সীতারমনের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement