টিডিপি, ওয়াইএসআর এবং কংগ্রেসের পর সরকারের বিরুদ্ধে এবার লোকসভায় অনাস্থা প্রস্তাব সিপিএমের

Last Updated:

বিজেপির বিরুদ্ধে ক্রমশ জোটবদ্ধ হচ্ছে বিরোধীরা ৷ কংগ্রেস এবং অন্ধ্রপ্রদেশের দু’টি রাজনৈতিক দল টিডিপি এবং ওয়াইএসআরের পর এবার নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনল সিপিএম ৷

#নয়াদিল্লি: বিজেপির বিরুদ্ধে ক্রমশ জোটবদ্ধ হচ্ছে বিরোধীরা ৷ কংগ্রেস এবং অন্ধ্রপ্রদেশের দু’টি রাজনৈতিক দল টিডিপি এবং ওয়াইএসআরের পর এবার নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনল সিপিএম ৷ সোমবার কেরলের বরিষ্ঠ সিপিএম নেতা পি করুণাকরন এই প্রস্তাব জমা দিয়েছেন ৷
কিন্তু ওয়েলে নেমে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি এবং আইডিএমকে সদস্যদের বিক্ষোভের জেরে লোকসভা মুলতুবি হয়ে যাওয়ায় এই অনাস্থা প্রস্তাব গ্রহণে বেশ কিছুটা দেরি হয় বলে জানিয়েছিলেন লোকসভার স্পিকার ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, এই অনাস্থা প্রস্তাব নিয়ে কোনও আলোচনাও হয়নি এখনও ৷ প্রসঙ্গত, মঙ্গলবার বিরোধীদের হট্টগোলের জেরে মুলতুবি হয়ে গিয়েছে লোকসভা ৷
advertisement
advertisement
উত্তরপ্রদেশ ও বিহার উপনির্বাচনে বিজেপির ভরাডুবির পর সংসদে অনাস্থা প্রস্তাব আনতে চেয়েছিল টিডিপি এবং ওয়াইএসআর কংগ্রেস। কিন্তু বিরোধীদের অনাস্থা প্রস্তাব ঘিরে শুরু হয় লোকসভায় তুমুল হট্টোগোল ৷ হট্টোগোলের জেরে লোকসভা মুলতুবি হয়ে যাওয়ায় বিরোধীরা অনাস্থা প্রস্তাব পেশ করতেও দেরি হয় ৷ টিডিপি এবং ওয়াইএসআরের পর গত শুক্রবার লোকসভার সেক্রেটারি জেনারেলকে চিঠি লিখে অনাস্থা প্রস্তাবের আবেদন করে কংগ্রেস ৷
advertisement
উল্লেখ্য, চারটি দল অনাস্থার প্রস্তাব দেওয়ার জেরে বিজেপির উপরে চাপ ক্রমশ বাড়ছে ৷ তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি এবং আইডিএমকে সদস্যদের লাগাতার বিক্ষোভে লোকসভা অচল থেকেছে দিনের পর দিন। বিরোধীরা অভিযোগ করেছে, এই বিক্ষোভ আসলে বিজেপিকে সাহায্য করার জন্যই।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
টিডিপি, ওয়াইএসআর এবং কংগ্রেসের পর সরকারের বিরুদ্ধে এবার লোকসভায় অনাস্থা প্রস্তাব সিপিএমের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement