টিডিপি, ওয়াইএসআর এবং কংগ্রেসের পর সরকারের বিরুদ্ধে এবার লোকসভায় অনাস্থা প্রস্তাব সিপিএমের
Last Updated:
বিজেপির বিরুদ্ধে ক্রমশ জোটবদ্ধ হচ্ছে বিরোধীরা ৷ কংগ্রেস এবং অন্ধ্রপ্রদেশের দু’টি রাজনৈতিক দল টিডিপি এবং ওয়াইএসআরের পর এবার নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনল সিপিএম ৷
#নয়াদিল্লি: বিজেপির বিরুদ্ধে ক্রমশ জোটবদ্ধ হচ্ছে বিরোধীরা ৷ কংগ্রেস এবং অন্ধ্রপ্রদেশের দু’টি রাজনৈতিক দল টিডিপি এবং ওয়াইএসআরের পর এবার নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনল সিপিএম ৷ সোমবার কেরলের বরিষ্ঠ সিপিএম নেতা পি করুণাকরন এই প্রস্তাব জমা দিয়েছেন ৷
কিন্তু ওয়েলে নেমে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি এবং আইডিএমকে সদস্যদের বিক্ষোভের জেরে লোকসভা মুলতুবি হয়ে যাওয়ায় এই অনাস্থা প্রস্তাব গ্রহণে বেশ কিছুটা দেরি হয় বলে জানিয়েছিলেন লোকসভার স্পিকার ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, এই অনাস্থা প্রস্তাব নিয়ে কোনও আলোচনাও হয়নি এখনও ৷ প্রসঙ্গত, মঙ্গলবার বিরোধীদের হট্টগোলের জেরে মুলতুবি হয়ে গিয়েছে লোকসভা ৷
advertisement
advertisement
উত্তরপ্রদেশ ও বিহার উপনির্বাচনে বিজেপির ভরাডুবির পর সংসদে অনাস্থা প্রস্তাব আনতে চেয়েছিল টিডিপি এবং ওয়াইএসআর কংগ্রেস। কিন্তু বিরোধীদের অনাস্থা প্রস্তাব ঘিরে শুরু হয় লোকসভায় তুমুল হট্টোগোল ৷ হট্টোগোলের জেরে লোকসভা মুলতুবি হয়ে যাওয়ায় বিরোধীরা অনাস্থা প্রস্তাব পেশ করতেও দেরি হয় ৷ টিডিপি এবং ওয়াইএসআরের পর গত শুক্রবার লোকসভার সেক্রেটারি জেনারেলকে চিঠি লিখে অনাস্থা প্রস্তাবের আবেদন করে কংগ্রেস ৷
advertisement
উল্লেখ্য, চারটি দল অনাস্থার প্রস্তাব দেওয়ার জেরে বিজেপির উপরে চাপ ক্রমশ বাড়ছে ৷ তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি এবং আইডিএমকে সদস্যদের লাগাতার বিক্ষোভে লোকসভা অচল থেকেছে দিনের পর দিন। বিরোধীরা অভিযোগ করেছে, এই বিক্ষোভ আসলে বিজেপিকে সাহায্য করার জন্যই।
Location :
First Published :
March 27, 2018 2:47 PM IST