পাড়া বৈঠকের আদলেই এবার তৈরি হচ্ছে সর্বভারতীয় পঞ্চায়েতের গাইডলাইন

Last Updated:

রাজ্যের পঞ্চায়েত এলাকায় পাড়া বৈঠক এবার দেখা যাবে দেশের অন্য রাজ্যেও ।

#কলকাতা: রাজ্যের পঞ্চায়েত এলাকায় পাড়া বৈঠক এবার দেখা যাবে দেশের অন্য রাজ্যেও । এরাজ্যের পাড়া বৈঠককে মডেল করে তৈরি হচ্ছে সর্বভারতীয় পঞ্চায়েতের গাইডলাইন । এরাজ্যে পাড়া বৈঠকের মাধ্যমেই উন্নয়নের কাজে গতি এসেছে । রাজ্যের সাফল্য খতিয়ে দেখেই সর্বভারতীয় স্তরে তা চালুর সিদ্ধান্ত কেন্দ্রের ।
এলাকাবাসীদের সঙ্গে পঞ্চায়েতের সরাসরি কথাবার্তা । অভাব-অভিযোগ -পরামর্শ ভাগ করে নেওয়া । প্রশাসনের ভাষায় সহভাগী পরিকল্পনা । অর্থাৎ উন্নয়নের কাজে সবাইকে সামিল করা । রাজ্যের সহভাগী পরিকল্পনাই এবার গোটা দেশে মডেল ।
পাড়া বৈঠক দেখতে অতি সম্প্রতি রাজ্যের সব জেলায় ঘুরেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজের গবেষকরা । তাঁদের দেওয়া রিপোর্টের ভিত্তিতেই গোটা দেশে এই ব্যবস্থা চালু করতে চাইছে কেন্দ্রীয় পঞ্চায়েতী রাজ মন্ত্রক । বেশ কয়েকটি বিষয় তাদের নজর কেড়েছে । বিষয়গুলি দেখে নিন একনজরে-
advertisement
advertisement
-পাড়া বৈঠকে গ্রামবাসীদের অংশগ্রহণের হার প্রায় ৯৮ শতাংশ
-মহিলাদের অংশগ্রহণের হারও প্রায় ৯০ শতাংশ ৷
-পঞ্চায়েত প্রতিনিধি ও দফতরের অফিসারের সামনে সরাসরি অভিযোগ ও বক্তব্য জানানোর সুযোগ ৷
-রাস্তা, পানীয় জল, মহিলাদের সহায়ক গোষ্ঠী সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় ৷
-কী কাজ হল, তা পরের বৈঠকে জানানোর সংস্থানও রয়েছে আইনে ৷
advertisement
অন্য দিকে সর্বভারতীয় স্তরে ছবিটা ততটাই খারাপ ৷ এরাজ্য বাদে গোটা দেশে নির্বাচিত ও বৈধ পঞ্চায়েতের হার ৬২ শতাংশ ৷ অধিকাংশ পঞ্চায়েতেই নিয়মিত গ্রামসভা বাধ্যতামূলক নয় ৷ পঞ্চায়েতের প্রকল্প ও কাজ নিয়ে অভিযোগ জানানোর সংস্থান নেই ৷ এই খামতি দূর করতেই পাড়া বৈঠক বাধ্যতামূলক করার ভাবনা ৷
পাড়া বৈঠকের রূপরেখা ও গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছে কেন্দ্র। পঞ্চায়েত দফতরের সেই গাইডলাইনেই সর্বভারতীয় স্তরে পাড়া বৈঠক চালু হওয়ার অপেক্ষা । রাজ্যের পঞ্চায়েতকে মডেল করেই তৈরি হয়েছিল দেশের পঞ্চায়েতি রাজ মডেল । এবার রাজ্যের পঞ্চায়েতের পাড়া বৈঠকও সারা দেশের মডেল ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পাড়া বৈঠকের আদলেই এবার তৈরি হচ্ছে সর্বভারতীয় পঞ্চায়েতের গাইডলাইন
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement