Xiaomi Mix 5 ফোনের ফিচার হয়েছে লিকড

ডিসপ্লে থেকে সবেতেই থাকছে স্টোরেজ চমকের ছড়াছড়ি

মনে করা হচ্ছে Xiaomi এই বছরের শেষের দিকেই ভারতের বাজারে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে

Xiaomi Mix 5 স্মার্টফোনটি আগের ৩২০০ x ১৪৪০ পিক্সেলের উচ্চতর রেজোলিউশনের 

তুলনায় পাতলা বেজেল এবং একটি বড় ৬.৭৩ ইঞ্চি AMOLED ডিসপ্লে-সহ আসতে পারে

Snapdragon 8 Gen 2 চিপসেটের সঙ্গে ১২ GB RAM এবং ২৫৬ GB ইনবিল্ট স্টোরেজের সঙ্গে আসবে বলে আশা করা হচ্ছে

এছাড়াও, বলা হচ্ছে যে ডিভাইসটি ২০০W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গেও লঞ্চ করা হতে পারে

এই ডিভাইসের সামনে সেলফির জন্য একটি আন্ডার-ডিসপ্লে ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে

কারণ ফাঁস হওয়া ছবিতে সেলফি ক্যামেরার কোনও কাটআউট দেখা যাচ্ছে না

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন