News 18 বাংলা

গিজার চালালে সাবধান! এই ভুলগুলি করবেন না

Editor: Ankita Tripathi 

দ্রুত জল গরম করার এই মেশিন কাজের হলেও বিদ্যুৎ চালিত এই মেশিন থেকে রয়েছে বিপদের ঝুঁকিও

গিজার ব্যবহারে ছোট্ট ভুল থেকেই হতে পারে মারাত্মক বিপদ, প্রাণের ঝুঁকিও হতে পারে

বৈদ্যুতিন যেকোনও মেশিনের ক্ষেত্রেই সার্ভিসিংয়ের বড় ভূমিকা রয়েছে৷ প্রতি বছর গিজার সার্ভিস করানো প্রয়োজন৷ 

জল গরম হয়ে গেলে বন্ধ করে দেওয়া প্রয়োজন গিজারের স্যুইচ, গিজার বন্ধ করে বাথরুমে জল ব্যবহার করুন

যেসব বাথরুমে ভেন্টিলেশন নেই, সেখানে এটি বিশেষভাবে জরুরি। গিজার ব্যবহার করার সময় এসব বিষয় মাথায় রাখলে এ ধরনের বিপদ এড়ানো সহজ হয়।

গিজারের স্যুইচ অন রেখে স্নান করতে শুরু করেন বেশিরভাগজন, গিজারের স্যুইচ বন্ধ করে তারপরই স্নান করা ভাল

বাথরুমে সুইচ বোর্ডের কাছে জল পড়লে বা ভেজা হাতে গিজারের স্যুইচে হাত পড়লেও বড় বিপদ হতে পারে

অনেক সময় গিজার লাগানোর সময় সস্তা ওয়্যারিং, খোলা তার বা নিম্নমানের প্লাগ ব্যবহার করা হয়

এর ফলে শর্ট সার্কিট এবং বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার বড় ,কারণ তৈরি হয়। গিজার সবসময় ভাল মানের ওয়্যারিংয়ের সঙ্গেই সংযুক্ত করা উচিত

ঢিলে হয়ে গিয়েছে প্রেশার কুকারের রবার? ২ মিনিটে হয়ে যাবে ‘টাইট’! 

পড়তে ক্লিক করুন