ফ্রিজকে সবসময় ঠান্ডা রাখার পিছনে লুকিয়ে রয়েছে একটি গ্যাস৷ যা পরিবেশের জন্য বিষাক্তও বটে৷

ফ্রিজের কম্প্রেসারে রাখা সেই গ্যাস ফ্রিজকে ঠান্ডা রাখতে সাহায্য করে। (আনস্প্ল্যাশ)

প্রথমের দিকে ক্লোরোফ্লুরোকার্বন (সিএফসি)-কে কম্প্রেসরের গ্যাস হিসাবে ব্যবহার করা হত। তবে গত কয়েক বছর ধরে এই গ্যাসের ব্যবহার বন্ধ করা হয়েছে।

কারণ এই গ্যাস পরিবেশের বিশাল ক্ষতি করে৷ এই গ্যাস বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ৷ ক্লোরোফ্লুরোকার্বন এয়ার কন্ডিশনারেও ব্যবহার করা হতো৷ যাতে বিপুল ক্ষতি হত পরিবেশের৷ 

এখন টেট্রাফ্লুরো ইথেন নামের একটি গ্যাস ফ্রিজে রাখা হয়। এটি পরিবেশের জন্য অনেকটাই ভাল বলে জানাচ্ছেন গবেষকেরা। 

ওজোন স্তর ক্ষয়ে যাওয়ার পিছনে CFC বা ক্লোরোফ্লুরো কার্বনই মূলত দায়ী৷ 

এখন টেট্রাফ্লুরো ইথেন নামের একটি গ্যাসকে একটি কনটেনারে কমপ্রেস করে ভরে ফ্রিজের পিছনের দিকে আটকে রাখা হয়৷ 

 এই গ্যাস বছরের পর বছর ফ্রিজকে ঠান্ডা রাখে৷ বিজ্ঞানীরা জানাচ্ছেন CFC গ্যাসের মোট ৬ প্রকার৷ 

যার মধ্যে R-290 এবং R-600A বিশ্বের উষ্ণায়নের জন্য দায়ী নয়৷ এটি ওজোন স্তরের জিরো শতাংশ ক্ষতি করে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন