Facebook-এর বাংলা কী জানেন?

বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হল Facebook। ফেসবুকে অ্যাকাউন্ট নেই, এমন হয়তো হাতেগোনা খুব কম লোকই পাওয়া যাবে। 

বাংলা অভিধানে আদৌ ফেসবুক বলে কোনও শব্দ হয় না। 

কারণ, 'ফেস' (Face) এবং 'বুক' (Book) দুটি ইংরাজি শব্দ। এই দুটি শব্দের বাংলা অর্থ হল মুখ এবং বই।

সেক্ষেত্রে Facebook শব্দের বাংলা অর্থ করলে দাঁড়ায় মুখবই। কিন্তু এমন কোনও শব্দও কিন্তু কোনও অভিধানে নেই।

এমনকী কোথাও ফেসবুকের বদলে মুখবই লেখা হয়েছে কিনা, তারও নজির নেই।

পড়ুয়াদের মধ্যে সহজে জনপ্রিয়তা রাখার লক্ষ্যে Facebook শব্দটি দিয়ে অ্যাপটির নাম রেখেছিলেন প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ।

ফলে দেখাই যাচ্ছে আদতে Facebook শব্দটির আদতে নিয়ে আসা হয়েছে ২০০৪ সালে। ফলে স্বাভাবিক ভাবে এই শব্দের কোনও বাংলা অভিধান থাকা কথা নয়।

Facebook শব্দের বাংলা অর্থ যদি করা হয়ে থাকে, তাহলে এই শব্দটিকে 'মুখচ্ছবির বই' হিসাবে বলা যেতে পারে।কারণ, 'মুখবই' বলে কোনও শব্দ হয় না।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন