Password-কে বাংলা কী বলে? নানা গ্যাজেটে পাসওয়ার্ড ব্যবহার করলেও এর বাংলা অনেকের অজানা।
বর্তমানে ডিজিটালের যুগে বেড়েছে বিভিন্ন ধরনের গ্যাজেটের ব্যবহার। বেড়েছে পাসওয়ার্ডের ব্যবহারও।
মোবাইল, নানা অ্যাকাউন্ট, গ্যাজেট,ডিভাইসের সুরক্ষার জন্য পাসওয়ার্ড দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ ও গোপনীয়।
অনলাইন অ্যাকাউন্ট হোক বা ব্যাঙ্ক অথবা এটিএম পাসওয়ার্ড যত জটিল হবে, আপনার অ্যাকাউন্টও তত সুরক্ষিত।
সবকিছু ডিজিটাল হওয়ার সঙ্গে সঙ্গে বেড়েছে হ্যাকিং বা অনলাইন প্রতারণাও।
সেই কারণে বিশেষজ্ঞরা সবকিছুর জন্য বছরে ২ থেকে ৩ বার পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দেন।
পাসওয়ার্ডের বাংলা কী তা কিন্তু অনেকের অজানা। কখনও ভেবে দেখেছেন PASSWORD-এর সঠিক বাংলা কী?
এই ইংরেজি শব্দের কিন্তু বর্তমানে একাধিক বাংলা রয়েছে। যা আমরা জানার চেষ্টা করিনা।
PASSWORD-এর বাংলা অর্থ হল সঙ্কেত। অনেকে একে গুপ্ত বা গোপন মন্ত্রও বলে থাকেন।
এছাড়াও গোপন চাবি, সাংকেতিক শব্দ, গুপ্ত মন্ত্র বলা হয়। তবে আমরা ইংরেজিতে বলতেই বেশি স্বাচ্ছন্দবোধ করি।