মোবাইলে কিভাবে সময় কাটান ভারতীয় নারী-পুরুষেরা!

অন্যের স্মার্টফোন ঘাঁটাঘাঁটি করা এখন নেহাতই অপরাধ, দম্পতিদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য

তা বলে কৌতূহল তো আর থেমে থাকে না। হামেশাই জানতে মন চায়- বন্ধু বা মনের মানুষের মোবাইলে কী চলছে!

Bobble AI-এর মোবাইল মার্কেট ইনটেলিজেন্স ডিভিশন তো ঘরে ঘরে যাতে বিবাদ না বাধে, তার সহজ পথ দেখিয়েই দিয়েছে

সংস্থা রীতিমতো সমীক্ষা চালিয়েছে ৮৫ মিলিয়ন ভারতীয় অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজারদের নিয়ে

সেই তালিকায় রয়েছেন নারী এবং পুরুষ উভয়েই

সংস্থার হিসেব মোতাবেকে স্মার্টফোনে সময় কাটানোর মেয়াদটা হালে বেড়েছে ৫০ শতাংশ

ভারতীয় পুরুষদের বেশিরভাগই মোবাইলে গেম খেলতে দারুণ পছন্দ করেন

মহিলারাও খেলেন, তবে পুরুষদের তুলনায় কম, ৬.১ শতাংশ সেই হার

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন