ভারতে জনপ্রিয় পাসওয়ার্ড কি জানেন? 

যত বাড়ছে ইন্টারনেট ব্যবহার। ততই পাল্লা দিয়ে বেড়ে চলেছে হ্যাকিং।

এ জন্য সব সময় নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাসওয়ার্ড শক্তিশালী এবং কঠোর রাখা প্রয়োজন।

কিন্তু, দেখা গিয়েছে যে ভারতীয়রা নিজেদের সুবিধার জন্য খুবই সহজ একটি পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন।

রিপোর্ট অনুযায়ী সর্বাধিক ব্যবহার করা পাসওয়ার্ড হল- password, password@123, password123, password@1 এবং password1 ইত্যাদি।

নর্ড সিকিউরিটির পাসওয়ার্ড ম্যানেজার রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে ভারতে password শব্দটিকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে ৩৪ লক্ষ বার।

ভারতের দ্বিতীয় জনপ্রিয় পাসওয়ার্ড হল '123456', যা প্রায় ১,৬৬,৭৫৭ বার ব্যবহার করা হয়েছে।BigBasket শব্দটি ব্যবহার করা হয়েছে ৭৫,০৮১ বার।

'iloveyou' খুবই জনপ্রিয় পাসওয়ার্ড।ভারতে 'iloveyou' পাসওয়ার্ডের স্থান ৮১ নম্বরে।

রিপোর্ট অনুযায়ী অনেকেই পাসওয়ার্ডের মাধ্যমে ভালোবাসা এবং রাগ প্রকাশ করতে পছন্দ করেন। এ জন্য তাঁরা এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন