কম্পিউটারের কাজ হবে আরও তাড়াতাড়ি

কি-বোর্ড ব্যবহার করতে গেলে কিছু শর্টকাট জানতেই হয়। এতে অনেক কম সময়ে অনেক বেশি কাজ সেরে ফেলা সম্ভব হয়। 

কাজের সুবিধার জন্য কিছু শর্টকাট ব্যবহার করা যায় এই কি-বোর্ড থেকে। যা সময় বাঁচাতে পারে। দেখে নেওয়া যাক এক নজরে—

Ctrl + C বা Ctrl + V ব্যবহার করে কপি-পেস্ট করা যায়। কিন্তু এর পাশাপাশি আরও অনেক রকম শর্টকাট তৈরি করে নেওয়া যায়। 

Windows Key + D Letter Key / Windows Key + M Letter Key: কোনও উইন্ডো খুলে রেখে কাজ করতে করতে হঠাৎ তা মিনিমাইজ করার প্রয়োজন হলে

Windows Key + D Letter Key অথবা Windows Key + M Letter Key একই সঙ্গে চাপলে সঙ্গে সঙ্গেই দেখা যায় পিসি বা ল্যাপটপের উইন্ডো মিনিমাইজ হয়ে গেছে। 

নিমেষে My Computer খুলতে চাইলে ব্যবহার করা যেতে পারে একটি শর্টকাট— Windows Key + E Letter Key। 

Windows Key + L Letter Key দু’টি একসঙ্গে চেপে শর্টকাট করতে পারলে স্ক্রিনে স্যুইচ করার সুযোগ পাওয়া যায়

Windows Key + R Letter Key: এই দুটি ‘কি’ একসঙ্গে চাপলে সরাসরি 'Run' ডায়ালগ বাক্সে চলে যাওয়া যাবে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন