গরমে হয়ে যাচ্ছেন নাজেহাল৷ কী করলে একটু স্বস্তি পাবেন

খুব সহজেই কোনও ইলেকট্রিশিয়ান ছাড়াই আপনি আপনার এয়ার কুলারের স্পিড বাড়িয়ে নিতে পারেন

নিজেই ঠিক করে নিন আপনার এসি৷

কুলার যখন চল তখন জল এবং ধুলোর মিশ্রণ এয়ার কুলারের গায়ে পরতের মতো লেগে যায়৷ এরফলে ফ্যানের স্পিড অনেকটাই স্লো হয়ে যায়৷

এই অবস্থায় বেকিং সোডা এবং ভিনিগার জল মিশিয়ে এসি-র কিনারার ধুলো ময়লা পরিষ্কার করে নিন৷ 

বেকিং সোডা ও ভিনিগার জলের এই মিশ্রণ একটি কাপড়ে লাগিয়ে ঘষে ঘষে এসি -র বা এয়ার কুলারের ব্লেড পরিষ্কার করে নিন৷

যদি আপনার কুলার লোহার বিড দেওয়া হয় তাহলে ফ্যানের স্পিড কম হলে তার কারণ হতে পারে তার কন্ডেনসর৷ এটা বারবার জল পড়ার কারণে খারাপ হয়ে যায়৷

এর ফলে ফ্যানের স্পিড স্লো হয়ে যায়৷ এরফলে কুলার কন্ডেনসর চেক করুন এবং সাফাই করে ফেলুন৷

আপনার কুলারের স্পিড স্লো হয়ে গেছে তাহলে এতে আপনি ফ্যানের মোটরে যে ক্যাপাসিটর থাকে তা বদলে ফেলতে পারেন৷ 

এছাড়া কুলারের পিছনে লেগে থাকা প্যাড এবং সামনে লেগে থাকা ব্লেড নিয়মিত পরিষ্কার রাখতে হবে৷ কুলার বেশি চললে প্যাডে ধুলো ভরে যায়৷

ফলে পাখা পিছন থেকে হাওয়া টানতে পারেন না৷ এটা পরিষ্কার করলে হাওয়া একেবারে দারুণ বইতে থাকে৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন