News 18 বাংলা

গিজার নাকি হিটিং রড, কোনটিতে বিদ্যুতের খরচ কম? 

By Ankita Tripathi

হিটিং রডের দাম কম৷ তুলনামূলকভাবে গিজারের দাম একটু বেশি৷ 

হিটিং রডের দাম কম৷ তুলনামূলকভাবে গিজারের দাম একটু বেশি৷ 

বিভিন্ন কোম্পানির ক্ষেত্রেও দামের ফারাক হতে পারে৷ মোটামুটি ভাবে বাজারে ২০০ থেকে ৬০০ টাকার মধ্যেই পাওয়া যায় ইমারসন রড

মোটামুটিভাবে বলা যায়, একটি ১.৫ kW এর ইমারশন রড যদি আধ ঘণ্টা চলে তাহলে প্রায় ০.৭৫ ইউনিট বিদ্যুৎ খরচ করে

যদি বিদ্যুতের প্রতি ইউনিট দাম ১০ টাকা ধরে নেওয়া হয়, তাহলে দিনে ৭ থেকে ৮ টাকা খরচ হতে পারে

এমন পরিস্থিতিতে মাসে ইমারশন রড ব্যবহার করার খরচ প্রায় ২২৫ থেকে ২৩০ টাকা পর্যন্ত থাকতে পারে

গিজারের দাম: ভাল ৩ লিটার ইনস্ট্যান্ট গিজার বাজারে ২০০০ থেকে ৫০০০ টাকার মধ্যে পাওয়া যেতে পারে। এর চেয়েও দামিও রয়েছে৷ 

এর পাওয়ার রেটিং প্রায় ৩ kW পর্যন্ত হয়। এটিকে ১০ মিনিট ব্যবহার করলে এটি ০.৫ ইউনিট বিদ্যুৎ খরচ করে। 

যদি প্রতিদিন এটিকে দিনে একবার এতক্ষণ ব্যবহার করা হয়, তাহলে মাসে এর বিল ১৫০ টাকা পর্যন্ত আসতে পারে।

প্রাথমিক দাম হিসেবে ইমারসন রড গিজারের তুলনায় বেশ সস্তা৷ কিন্তু সাধারণ ব্যবহারের সময় গিজার, ইমারশন রডের তুলনায় সস্তা পড়ে৷ 

কারণ গিজারে অটো কাটের ফিচার থাকে, যা ইমারসন রডে থাকে না৷ অর্থাৎ জল গরম হয়ে যাওয়ার পর আপনা থেকেই বন্ধ হয়ে গিজার৷ ফলে বিদ্যুতের খরচ নির্দিষ্ট সময়ের পর বন্ধ হয়ে যায়৷

 ইমারসন রডের দাম তুলনামূলক ভাবে কম হলেও এতে অটো কাটের কোনও বন্দোবস্ত থাকে না৷ ফলে বিদ্যুতের খরচ জল গরম হওয়ার পরেও চলতে থাকে৷

ঢিলে হয়ে গিয়েছে প্রেশার কুকারের রবার? ২ মিনিটে হয়ে যাবে ‘টাইট’! 

পড়তে ক্লিক করুন