কি-বোর্ডে দু’টি Shift Key কেন থাকে?
KEYBOARD
কম্পিউটার বা ল্যাপটপের কি-বোর্ডে দু’টি Shift বোতাম থাকে দু’জায়গায়।
KEYBOARD
কম্পিউটার কীবোর্ডে দু’টি Shift বোতাম দেওয়া হয়েছে যাতে ব্যবহারকারীরা সহজেই তা ব্যবহার করতে পারেন।
KEYBOARD
অর্থাৎ অন্য সমস্ত ‘কি’ ব্যবহার করার সময় Shift-এর কাজ করতে যাতে কোনও অসুবিধা না হয়।
KEYBOARD
কোনও ব্যক্তি তাড়াতাড়ি টাইপ করার জন্য দু’টি হাত ব্যবহার করেন।
KEYBOARD
সেক্ষেত্রে, ডান দিকের সমস্ত বোতামের সঙ্গে বাঁ দিকের Shift বোতাম ব্যবহার করা সহজ।
KEYBOARD
আবার কি-বোর্ডের বাঁ দিকের সমস্ত বোতামের সঙ্গে ডান দিকের Shift বোতাম ব্যবহার করা সহজ।
KEYBOARD
মজার কথা হল কাজের সুবিধার জন্যই এই দু’টি ‘কি’ রাখা হয়েছে। এদের কাজ আসলে একই।
KEYBOARD
কেউ কোনও লাইনের অবস্থানে হাইলাইট করতে চাইছেন, সেক্ষেত্রে Shift+Home শর্টকাট ‘কি’ ব্যবহার করা যেতে পারে
KEYBOARD
Shift বোতামটি চেপে ধরে অন্য অক্ষর চাপলে ইংরিজির ক্ষেত্রে বড় হাতের অক্ষর পাওয়া যায়।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন