Heading 1

এই গরমে ঘরে থাকলে এক মুহূর্ত ফ্যান বন্ধ করার উপায় নেই৷

কিন্তু অনেকেই জানেন না, একটানা কতক্ষণ সিলিং ফ্যান চালানো উচিত?

কারণ একটানা চলতে থাকলে ফ্যান গরম হতে থাকে৷ অনেকেরই আশঙ্কা থাকে, চলতে চলতে ফ্যানে আগুন না ধরে যায়৷ 

বিশেষজ্ঞরা অবশ্য জানাচ্ছেন, একটি সিলিং ফ্যান অন্তত একটানা ৮ ঘণ্টা চললে দুশ্চিন্তার কোনও কারণ নেই৷

কিন্তু কোনও ফ্যান যদি দিনে রাতে একটানা চলতেই থাকে, তাহলে অবশ্যই সেটি ওভারহিট হচ্ছে কি না দেখে নেওয়া উচিত৷

এমনিতে সিলিং ফ্যান এমন ভাবে তৈরি করা হয়, যাতে সেগুলি একটানা চলার উপযোগী হয়৷

তবে ফ্যানের আয়ু বৃদ্ধি আর ভাল হাওয়ার জন্য কিছু যত্ন নেওয়া উচিত৷ 

সবথেকে জরুরি ফ্যান পরিষ্কার রাখা৷ কারণ ফ্যানের ব্লেডে ধুলো, ময়লা জমলে হাওয়া কম লাগবে৷ 

পাশাপাশি একটানা সারাদিন যদি ফ্যান চালাতেই হয়, তাহলে অবশ্যই মাঝেমধ্যে কিছুক্ষণ সেটিকে বিশ্রাম দেওয়া উচিত৷ 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন