ঠান্ডায় বারবার চেষ্টা করেও স্টার্ট নিচ্ছে না বাইক,স্কুটি?
Editor: Ankita Tripathi
বাইক, স্কুটিতে স্টার্ট দেওয়ার সমস্যা অন্যান্য ঋতুতে হলেও শীতে আরও বেড়ে যায়
কারণ শীতকালে ইঞ্জিন অয়েল ঘন হয়ে যায় এবং ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা কমে যায়
ফলে ইঞ্জিন ঘোরাতে স্বাভাবিকের চেয়ে বেশি শক্তির প্রয়োজন হয়, সমস্যা জটিল হলেও এর সমাধান বেশ সহজ
১. চোকের ব্যবহার: সবচেয়ে প্রথম এবং কার্যকর উপায় হলো ‘চোক’ (Choke) সঠিকভাবে ব্যবহার করা।
চোক বোতামটি টানলে ইঞ্জিনে জ্বালানির পরিমাণ বেড়ে যায়, ফলে প্রথম বা দ্বিতীয় চেষ্টাতেই বাইক স্টার্ট হয়ে যায়
২. কিক: দ্বিতীয় কার্যকর উপায় হল ‘ইগনিশন বন্ধ রেখে কিক করা’৷ সকালে বাইকের চাবি ঘোরানোর আগে ইগনিশন ‘অফ’ রাখুন এবং ৩–৪ বার খালি ‘কিক’ করুন৷
এতে সিলিন্ডারের ভেতরে জমে থাকা ঠান্ডা ও ঘন অয়েল কিছুটা পাতলা হয় এবং ইঞ্জিনের যন্ত্রাংশে লুব্রিকেশন ছড়িয়ে পড়ে
৩. ক্লাচ ট্রিক: তৃতীয় উপায়টি ‘ক্লাচ ট্রিক’ নামে পরিচিত, যা গিয়ারবক্সে জমে থাকা চাপ কমাতে সাহায্য করে
সকালে স্টার্ট দেওয়ার সময় বাইক নিউট্রালে রাখুন, ক্লাচ পুরোপুরি চেপে ধরুন এবং তারপর কিক মারুন।
৪. স্পার্ক প্লাগ পরীক্ষা: যদি বাইক তবুও স্টার্ট না হয়, তাহলে স্পার্ক প্লাগ পরীক্ষা করা খুবই জরুরি৷ প্লাগ খুলে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করুন এবং আবার লাগান
ঢিলে হয়ে গিয়েছে প্রেশার কুকারের রবার? ২ মিনিটে হয়ে যাবে ‘টাইট’!