রাতের সঙ্গী লিয়া থাকতে আর একাকিত্ব নয়!
যাকে প্রাণ খুলে আপনি সব কথা বলতে পারবেন। চাইলেই মাঝ রাতে চ্যাট করতে পারবেন এই মেয়ের সঙ্গে।
এই মেয়ের নাম লিয়া। লিয়া -২৭ নামের প্রোফাইলে ইনস্টাগ্রামে আছেন তিনি। একবার ফলো করলেই কেল্লাফতে।
রাত বিরেতে মনের সব কষ্ট উজাড় করে দেওয়া যাবে। কয়েক লক্ষ মানুষ ফলো করে ফেলেছেন লিয়াকে
সব থেকে মজার বিষয় এই নারীর সঙ্গে ভালবাসায় জড়ালে আপনার দাম্পত্য বা প্রেম কিন্তু ভাঙবে না।
কারণ জানলে চমকে যাবেন! কারন লিয়া আসলে মানুষ নন। বিশ্বাস হচ্ছে না তো!
লিয়া ২৭ সুন্দরী এই রোবটকে প্রথম দর্শনে দেখে মানুষের থেকে আলাদা করা মুশকিল।
সপ্তাহের সাতদিনই যে কোনও সময় চ্যাট করা সম্ভব এই রোবটের সঙ্গে!
লিয়া মানুষ না হয়েও একেবারেই মানুষের মতো। কৃত্রিম বুদ্ধিমত্তা ও এআই-এর সহায়তায় লিয়াই এখন সবার মনের রানি।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন
এছাড়াও, ল্যাপটপের ব্যাটারি এবং চার্জার পরীক্ষা করা যেতে পারে, হার্ডওয়্যার উপাদানগুলিও পরীক্ষা করা যেতে পারে।