সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের যুবকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে মৌমাছি চাষের
নিজের বাড়িতেই মৌমাছি চাষ করে সংগ্রহ করতে পারবে মধু এইভাবেই উপার্জনের নতুন দিশা দেখাচ্ছে বনদফতর
সরকারি উদ্যোগে মধু চাষ করে হাসি ফুটছে সুন্দরবনের গরিব মউলেদের মুখে
জঙ্গলে মাছ-কাঁকড়া ধরে বা মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন সুন্দরবনের বহু মানুষ, কিন্তু সেই কাজে প্রতি পদে রয়েছে ঝুঁকি
জঙ্গলে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে বহু মানুষের সুন্দরবনবাসীর জঙ্গল নির্ভরতা কমাতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন
কুলতলির মৈপিঠ এলাকায় যেমন মৌমাছি পালনের মাধ্যমে গ্রামের মানুষকে স্বনির্ভর করে তোলা হয়েছে
তবে বর্তমানে বন দফতরের সহায়তায় ঋণ নিয়ে মৌমাছি পালন করে স্বনির্ভর হয়ে উঠেছেন অনেকে
আগের থেকে নতুন পদ্ধতিতে চাষ করে আয় হচ্ছে বেশি, আর জঙ্গলমুখী হতে চান না বলেই জানান তাঁরা
৪০ জন মিলে এই কাজ শুরু হয়েছিল এখন ১০০-র বেশি মানুষ কাজ করছে
তবে বর্তমানে স্থানীয় ভাবে বিক্রির পাশাপাশি ফ্লিক কার্ট, অ্যামাজন, বিশ্ব বাংলার মাধ্যমেও এই মধু বিক্রি হচ্ছে ফলে আয়ের পরিমাণ বেড়েছে অনেকটাই
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন