রঙ বেরঙের পাখি চাষে হতে পারেন লাখপতি! 

কোচবিহার জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রে রঙ বেরঙের পাখি চাষ করে দেখানো হচ্ছে সকলকে

এই রঙ বেরঙের পাখি চাষের মধ্যে দিয়ে যে কোন মানুষ আর্থিক ভাবে স্বনির্ভরতার মুখ দেখতে পারবেন

এই পাখি চাষ করতে খুব একটা জায়গার প্রয়োজন হয়না, এবং খরচও খুব সামান্য 

এক এক জোড়া পাখি থেকে বছরে তিন থেকে চারটি ডিম পাওয়া যায়

এক একটি পাখির বাচ্চা ৩০০ থেকে ৪০০ টাকা দামে বিক্রি করা হয়

স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এবং এই চাষে আগ্রহী ব্যক্তিরা এখান থেকে পাখির বাচ্চা কিনে নিয়ে যেতে পারবেন

এই পাখিদের খাদ্য মূলত বাড়িতে ব্যবহার্য খাওয়ার জিনিস, যেমন ভাত, সেদ্ধ গম, ছোলা, এছাড়াও ঘাসের বীজ 

এই পাখিগুলির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি

তাই সহজে এই পাখি গুলির খুব একটা রোগ হতে দেখা যায়না 

এছাড়া এই পাখিগুলি ব্রিডিং এর ক্ষেত্রে মাটির কলসি কিংবা মাটির ভাঁড়ব্যবহার করা হয় 

প্রাথমিক অবস্থায় ১০০টি পাখি মানে ৫০ জোড়া পাখি নিয়ে এই চাষ শুরু করা যেতে পারে 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন