বিকল্প আয়ের পথ দেখাচ্ছে সাদা শূকর পালন 

প্রান্তিক মানুষদের অর্থনৈতিক হাল ফেরাতে ও বাজারে মাংসের যোগান দিতে সাদা শূকর চাষে উদ্যোগী হল গোঘাট ১ ব্লক ও ২ ব্লক প্রশাসন

গোঘাটের বিভিন্ন গ্রামের পশুপালকদের সরকারিভাবে প্রাণিসম্পদ বিকাশ দফতরের উদ্যোগে সাদা শূকর প্রদান করা হয়েছে

প্রত্যকে দুটি করে সাদা শূকর দিয়েছে

প্রাণী সম্পদ বিকাশ দফতরের পক্ষ থেকে বিনা পয়সায় ওই সমস্ত শূকর গুলিকে বড় করার জন্য ওষুধ পত্র বা রোগে আক্রান্ত যাতে না হয় তার জন্য  ডাক্তারবাবুরা ভিজিট করে গ্রামে গ্রামে পৌঁছে

মূলত এক একটি শূকর পাঁচ থেকে ছয় কেজি দেয়া হয়েছিল সেই শূকর সরকারি তত্ত্বাবধানে পশুপালকরা একেকটির ওজন ২৫ থেকে ৩০ কেজি ও তারও বেশি বড় করেছে

মূল লক্ষ্য হল একদিকে গ্রামের দুঃস্থ মানুষরা আর্থিকভাবে উন্নতি করবে এই সাদা শূকর বিক্রি করে

অন্যদিকে গ্রামের মানুষের উন্নয়নের পাশাপাশি গ্রাম উন্নয়নের ক্ষেত্রেও সহযোগিতা করবে

গ্রামের পশুপালকরা অনেকেই যারা এই পশু পালনের ওপর নির্ভর করে জীবন যাপন করেন তারাও উপকৃত হচ্ছে 

আগামী দিনে এরকম ধরনের আরো বিভিন্ন প্রকল্প হতে পারে 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন