গাছের পাতা কেটে ছবি আঁকেন এই যুবক
অভাবের সংসার, তবে প্রতিভা প্রচুর
পড়াশোনা করেও চাকরি না মেলায় গৃহশিক্ষকতা করে সংসার চালাতে হয়
গাছের পাতা কেটে নানা পোর্ট্রেট বানাচ্ছেন দাঁতনের প্রত্যন্ত গ্রামীণ এলাকা বামনদার যুবক সঞ্জয় পয়ড়া
গাছের পাতা কেটে বিভিন্ন মানুষের মুখের আদল গড়ে তুলছেন
তিনি বানিয়েছেন আরআরআর সিনেমায় অভিনীত দুই অভিনেতার ছবিও
শুধু তাই নয়, অস্কার স্মারকও বানিয়েছেন দাঁতনের এই যুবক
অষ্টম শ্রেণি থেকেই ছবি আঁকা এবং নানান শিল্পকর্মের প্রতি ঝোঁক
লকডাউনের সময়কালে যখন সকলে গৃহবন্দি তখন নিজের প্রচেষ্টায় লিফ কাটিং আর্ট শেখেন
গাছের পাতা কেটে একের পর এক মনীষীর ছবি, এমনকি লাইভ পোর্ট্রেট তৈরি করেছেন স্বপন