তুলির টানে সাজানো দেওয়াল, ছবির মতো সুন্দর এই গ্রাম কোথায় জানেন কি?
সাজানো গোছানো রং বেরংয়ের নানা মাটির বাড়ি
সবুজে ঘেরা জঙ্গলমহলের নানা গ্রামে ঢুকলে দেখা যাবে এই অপূর্ব সুন্দর বাড়িগুলি
মাটির দেওয়ালে লাল, হলুদ, কমলা, সবুজ সহ নানা রং এ আঁকা একাধিক ছবি
কেন জানেন, জঙ্গলমহলের মাটির বাড়িতে আঁকা হয় নানান ছবি?
মূলত জঙ্গলমহলের নানান পরবের সময় বাড়ির মাটির দেওয়ালগুলো সাজিয়ে তোলেন নানা ছবিতে
পাশাপাশি বিয়ে, অন্নপ্রাশন-সহ নানা অনুষ্ঠানে লাল, নীল, সবুজ নানা রং মিশিয়ে একাধিক ছবি আঁকা হয় দেওয়ালে
হাতি, ঘোড়া, ময়ূর ফুটে উঠে জঙ্গলমহলের বাড়ির দেওয়াল জুড়ে
লোকসংস্কৃতি গবেষকেরা মনে করেন, মাটির দেওয়ালকে জল-বৃষ্টি থেকে রক্ষা করতে
পুরনো দিনে জঙ্গলমহল এলাকায় মাটির বাড়ির দেওয়ালে আলকাতরার প্রলেপ দেওয়া হতো