বকফুলের উপকারিতা

গ্রাম বাংলার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নানা গাছের মধ্যে হামেশাই দেখা মেলে এই ফুল গাছের।

 এই ফুল পুজোর কাজে একেবারেই ব্যবহার হয় না, বরং এই ফুলের বড়া মানুষের খাদ্য তালিকায় স্থান পায়।

সকলের কাছে বকফুল নামে জনপ্রিয়তা লাভ করলেও, এই ফুলেও রয়েছে বিশেষ গুণ। 

তবে সাদা বকফুলের দেখা মিললেও লাল বকফুলের দেখা তেমন মেলেনা বাজারে। 

এবার উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরে এক বাগান মালিক লাল বকফুল পরীক্ষামূলকভাবে ফুটিয়ে তাক লাগিয়ে দিলেন।

সেই বকফুলের গাছ দেখতেই এখন ওই নার্সারিতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। 

জ্বর, বাতের ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, কোষ্ঠকাঠিন্য দূর করতে এই ফুল বিশেষ কাজ করে বলেই জানান পুষ্টিবিদরা।

রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণেও বিশেষ ভূমিকা রয়েছে এই বকফুলের।

তবে লাল বকফুল সচরাচর না মেলায় গুরুত্ব থাকলেও চাহিদা অনেকটাই কম বাজারে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন