বিশ্বের পর্যটন মানচিত্রে জঙ্গল মহলের খোয়াব গাঁ!
মাটির বাড়িতে ছবি এঁকে বিশ্বের পর্যটন মানচিত্রে জায়গা নিতে চলেছে জঙ্গল মহলের খোয়াব গাঁ বা স্বপ্নের গাঁ!
ঝাড়গ্রামের লোধাশবর অধ্যুষিত খোয়াব গাঁ-এর মাটির বাড়িগুলো নানান রঙে, নানান ছবিতে সাজিয়ে তোলা হয়েছে
একসময় এই গ্রাম লালবাজার নামে পরিচিত ছিল
কিন্তু বছর পাঁচেক আগে এই দায়িত্ব নিয়ে এই গ্রামের ভোল পাল্টে দেন কলকাতারই চালচিত্র একাডেমী সংস্থা
এরপর তাদের সংস্থা থেকে ভাবনা চিন্তা করে গত ২০১৮ সাল থেকে এই গ্রামের দায়িত্ব নেওয়া হয়
এই একাডেমির লোকজন এই গ্রামে ঘুরতে আসেন বেশ কয়েক বছর আগে
তারা এসে এই লোধা শবার ও কুড়মি পরিবারদের দেখে তাদের সাক্ষরতার সঙ্গে স্বনির্ভর এবং পর্যটন হিসেবে গড়ে তুলতে একটি পরিকল্পনা করেন
এই গ্রামে সব মিলিয়ে রয়েছে ১৩ টি বাড়ি
সেই বাড়িতে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য আঁকা শুরু করেন তারা
প্রতি বছরই এই চিত্র পরিবর্তন করেন এই সদস্যরা
প্রথম প্রথম এই চিত্র অংকন করতেন সদস্যরা কিন্তু পরবর্তীকালে এই দৃশ্য অংকন করেন এলাকার এই লোধা শবর পরিবারের ছেলেমেয়েরা
এই পিছিয়ে পড়া আদিবাসী অধ্যুষিত শ্রেণীর অন্যতম লোধা শবরদের পরিবারের লোকজন এবং বাচ্চাদের ট্রেনিং দেওয়া শুরু করেন তারা
তাদের সেই ভাবেই দক্ষ করে তোলার, পাশাপাশি গাছের মূল শিকড় দিয়ে একটি সংগ্রহশালা তৈরি করা হয়েছে
ছাঁচ নিয়ে এসে ডোকরার কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কাঁথা সেলাই,কাটুম কুটুম শেখানো হচ্ছে
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন