কাঁটায় মজেছে বাঁকুড়া জেলা
বাঁকুড়ায় পাওয়া যাচ্ছে অদ্ভুত অদ্ভুত ধরনের ক্যাকটাস উদ্ভিদ
বিভিন্ন নার্সারিতে তৈরি হচ্ছে ক্যাকটাস চারা
বাঁকুড়ার লাল রুক্ষ মাটিতে ক্যাকটাস যেন নতুন রূপ ফিরে পাচ্ছে
দেশ-বিদেশের বিভিন্ন ক্যাকটাসে ভরে গেছে বাঁকুড়া জেলার বিভিন্ন নার্সারি
ক্যাকটাস চারগুলির মধ্যে অন্যতম হলো সেকুলান
উচ্চ গুণগতমানের এই সেকুলান চারার বাঁকুড়ার বাজারে বিপুল চাহিদা
ঘর সাজাতে, কাউকে উপহার দিতে অনেকেই নিয়ে যাচ্ছেন এই ক্যাকটাস চারা
ক্যাকটাস পরিচর্যা করা খুবই সহজ, এক সপ্তাহে একবার সামান্য জল দিলেই তাজা থাকে ক্যাকটাস
প্রত্যেকটি চারার মূল্য ধার্য করা হয়েছে ৫০ টাকা থেকে শুরু করে হাজার টাকার ওপরেও
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন