সর্দি-কাশি থেকে বাত সজনে ফুলের নানা গুণ
সজনে ডাঁটা, পাতা'র পাশাপাশি ফুলেও রয়েছে ভীষণ উপকারিতা
সজনে ফুল এই বসন্তে দারুন উপকারী। এই ফুল বসন্ত- প্রতিষেধক হিসেবে কাজ করে
মরশুম বদলের সময় সর্দি জ্বর কাশির সমস্যা লেগেই থাকে, এই সব কিছু থেকে রক্ষা পেতে সজনে ফুল উপকারী
সজনে ডাঁটা বা ফলে আছে প্রচুর অ্যামাইনো অ্যাসিড, বাতের রোগীদের পক্ষে খুবই ভাল
সজনের ডাঁটা থেকে বাতের তেল তৈরি হয়, যা বাতের রোগীদের পক্ষে অত্যন্ত কার্যকরী
ঠান্ডা লেগে বুক ও গলায় সংক্রমণ হলে, তাতে সজনে ফুল খেলে দারুন উপকার পাওয়া যায়
এতে আছে ভিটামিন এ, বি ১, বি ২, বি ৩ , ম্যাগনেসিয়াম ও প্রোটিনে সমৃদ্ধ এই ফুল
তবে সজনে ফুলের ভাজা খাওয়া সবসময় ঠিক না
আলু ও অন্যান্য সবজির সঙ্গে খাওয়া যেতে পারে। সজনে ডাঁটার ঝোল বা তরকারীর সঙ্গে দিয়ে রান্না করে খাওয়া যেতে পারে
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন