মনের মানুষকে যে কোনও দিনই টেডি বিয়ার উপহার দেওয়া যায়, কিন্তু টেডি ডে স্পেশাল

এদিন টেডি দিতেই হবে, আসলে এর থেকে ভাল উপহার আর কিছু হয়ও না

বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ‍্যে জায়গা করে নিয়েছে ভ‍্যালেন্টাইনস উইক

টেডি বিয়ার ডে নিয়ে আলাদা উন্মাদনা দেখা যায় বর্তমান প্রজন্মের মধ‍্যে

আর এরফলে লক্ষ্মীলাভ হচ্ছে ব‍্যবসায়ীদের

আলিপুরদুয়ারের উপহারের দোকানগুলিতে গেলা দেখা যাচ্ছে টেডি বিয়ার দিয়ে সাজানো রয়েছে দোকান

আড়াইশো থেকে দশ হাজারের মধ‍্যে বিভিন্ন মাপের  টেডি রয়েছে সেখানে

আড়াইশো থেকে পাঁচশো টাকার মধ‍্যে টেডি বিয়ার কিনতে বেশি দেখা যাচ্ছে ক্রেতাদের

টেডি বিয়ারের পাশাপাশি রয়েছে বিভিন্ন মাপের হার্ট পিলোর কালেকশন,এগুলিরও চাহিদা রয়েছে

টেডি বিয়ার পছন্দ করার সবচেয়ে বড় কারণ পেলব অনুভূতি। এত নরম আর মসৃণ, ছাড়তে মন চায় না

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন