৬৯ টাকায় আনলিমিটেট বিরিয়ানি,সঙ্গে লস্যি বা কোল্ডড্রিংস ফ্রী!!!

দাম কম হলেও এই বিরিয়ানির স্বাদ কিন্তু অতুলনীয়, আর পাঁচাটা বিরিয়ানি থেকে অনেকটাই আলাদা এবং সুস্বাদু

কারণ বিরিয়ানির মশলায় রয়েছে স্পেশাল কিছু

এখানে বিরিয়ানি সুস্বাদু করে তুলতে মশলায় গোলাপের পাপড়ি ও চন্দনের গুড়ো দেওয়া হয়

বিরিয়ানিতে যে কেশর দেওয়া হয়, সেটাও এক নম্বর, বাইরে থেকে অর্ডার দিয়ে আনা হয়

যার ফলে এখানকার বিরিয়ানি একবার খেলে মুখে লেগে থাকবেই

উত্তর ২৪ পরগনা হালিশহরের 'বিরিয়ানি ওয়ালা' নামে এই দোকান ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে বেশ পরিচিত

৬৯ টাকার এই আনলিমিটেড বিরিয়ানিতে থাকে ডিম, আলু, আর রাইস, চিকেন বিরিয়ানি ১২০ টাকা এবং মটন বিরিয়ানি ১৭০ টাকা

বিরিয়ানি কিনলেই বিনামূল্যে মেলে দইয়ের ঘোল কিংবা ঠান্ডা পানিও

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন