প্রকৃতির কোলে বেড়ে ওঠা গাছ
আর সেই গাছই যেন হয়ে উঠেছে একজন শিল্পীর ক্যানভাস
হাবরার বানিপুর এলাকার শিল্পী সঞ্জয় সরকারের হাতের ছোঁয়ায় গাছগুলি যেন এক অন্য রূপ লাভ করেছে
চারপাশে যখন চলছে গাছ নিধন, সেই জায়গায় দাঁড়িয়ে শিল্পীর বার্তা গাছ বাঁচানোর
পরিবেশের নানা সৃষ্টি তিনি ফুটিয়ে তুলেছেন গাছের উপর
গাছেই স্থান পেয়েছে পশু পাখি বিড়াল থেকে দেব দেবীর মূর্তিও
গাছের একবারে সামনে দাঁড়ালে দেখে মনে হতে পারে রংয়ের আঁকিবুকি
কিন্তু একটু দূরে গেলেই বোঝা যাবে গাছগুলিতে ফুটে উঠেছে নিখুঁত হাতের আঁকায় পশুপাখি আরও কত কি
উঁকি দিচ্ছে গাছ এমন ছবিও দেখা যাচ্ছে বানিপুর এলাকার বি আর আম্বেদকর স্পোর্টস স্কুলের সামনে
আর এখন গাছের গায়ে আঁকা এই থ্রিডি ছবি দেখতেই ভিড় জমছে ওই এলাকায়
নতুন প্রজন্মের তরুণ-তরুনীরা গিয়ে সেলফিও তুলছেন গাছের পাশে দাঁড়িয়ে
সোশ্যাল মিডিয়াও ভাইরাল হয়েছে এই গাছের ছবি
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন