টেরাকোটায় কারুকার্যে যেন জীবন্ত মানবমূর্তি
কয়েক হাজার বছর পুরনো ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্প
বাঁকুড়ার পাঁচমুড়া গ্রামের টেরাকোটা শিল্পের কদর দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছে
বাঁকুড়ায় মূলত জীবজন্তু ও দেবদেবীর মূর্তির উপর ভিত্তি করে তৈরি হয় টেরাকোটা
সেই টেরাকোটা শিল্পকে এক নতুন রূপ দিচ্ছেন পুরুলিয়ার শিল্পী ভাস্কর ঘোষ
মানবদেহের উপর ভিত্তি করে টেরাকোটার মূর্তি গঠন করে তাক লাগিয়ে দিচ্ছেন তিনি
ইতিমধ্যেই বিভিন্ন প্রদর্শনী , সেমিনারে যথেষ্ট সারা পেয়েছেন তিনি
দেশে, বিদেশের বিভিন্ন জায়গায় প্রশংসিত হচ্ছে তাঁর অপূর্ব শিল্পকর্ম
আগামী দিনে আরও ছড়িয়ে পড়বে এই হাতের কাজ
হিউম্যান ফিগারের উপর টেরাকোটা শিল্পের প্রশিক্ষণও দিচ্ছেন তিনি