পিভিসি পাইপ দিয়ে টেলিস্কোপ! দেখা যায় চাঁদের গহ্বর, শনির বলয়
এই অসাধ্য সাধন করেছেন পশ্চিম মেদিনীপুরের এক যুবক
পেশায় কম্পিউটার বিষয়ে বিদ্যালয়ের আংশিক শিক্ষক হলেও, নেশা উদ্ভাবনী জিনিস তৈরির
নিজের জেদকে হাতিয়ার করে সামান্য খরচে বানিয়েছেন অত্যাধুনিক টেলিস্কোপ
যা বানাতে প্রয়োজন হয়েছে কয়েক ফুটের পিভিসি পাইপ, কয়েকটা লেন্স-সহ কিছু জিনিসপত্র
খরচ হয়েছে মাত্র কয়েক হাজার টাকা
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা শিক্ষক সন্দীপ সিংহ নিজের বাড়িতে বানিয়েছেন একাধিক টেলিস্কোপ
দেশীয় প্রযুক্তিতে এবারে বানিয়েছেন নিউটনিয়ান টেলিস্কোপ
যা দিয়ে তিনি চাঁদের গহ্বর, শনির বলেও দেখেছেন বলে তাঁর দাবি
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন