চা প্রেমী মানুষদের জন্য এখন সেরা ঠিকানা পুরুলিয়ায় হাট 

শহরের একমাত্র এখানেই প্রথম শুরু হয়েছিল তন্দুরি চায়ের প্রচলন

বহু মানুষ ভিড় জমান এই চা খেতে 

পুরুলিয়া শহরের বাইরে থেকেও অনেক মানুষ চায়ের টানে ছুটে আসেন

দামও একদমই আয়ত্তের মধ্যে, মাত্র ১৫ টাকা

এই চা বানানোর পদ্ধতিও অনেকটাই অন্যরকম

প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ কাপ চা বিক্রি হয় এই দোকানে

শীতের দিনে এই পরিমাণ টা প্রায় ৪০০ কাপে গিয়ে পৌঁছায় 

তাই বর্তমানে পুরুলিয়া শহরের চা প্রেমী মানুষদের অন্যতম ঠিকানা পুরুলিয়ার সিটি সেন্টারের তন্দুরি চায়ের দোকানটি

যারা একবার এই চায়ের কাপে চুমুক দিচ্ছে তারা বারবার ছুটে আসছে দুর্দান্ত এই চায়ের স্বাদ নিতে

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন