আরবের মিষ্টি তেঁতুল এবার বসিরহাটে

তেঁতুলের নাম শোনা মাত্রই জিভে জল এসে যায়। আর সেই মিষ্টি তেঁতুল চাষে ভাল সাড়া পড়লো বসিরহাটে।

তেঁতুলে আসক্তি নেই এমন মানুষের সংখ্যা খুব কমই আছে।

তেঁতুল মানেই টক— এই ধারণা ভুল প্রমাণিত করে বাজারে চলে এসেছে মোটা শাঁসওলা মিষ্টি তেঁতুল।

একেবারে মিষ্টি নয়, টক-মিষ্টি। আর এই তেঁতুল চাষ হচ্ছে বসিরহাটে। 

উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের হংকং নামে একটি উদ্যানে শোভা পাচ্ছে এই তেঁতুল গাছের। পরীক্ষামূলকভাবে এই গাছ লাগিয়ে ভালো ফলন পেলেন। 

গাছে ঝুলে আছে থোকা থোকা অসংখ্য তেঁতুল৷ এই তেঁতুলের প্রধান বৈশিষ্ঠ্য হল তুলনামূলক অন্য তেঁতুলের থেকে আকারে বড়।

এই প্রজাতির তেঁতুল চাষের চাষের উদ্যোক্তা আরব থেকে প্রজাতির গাছের সন্ধান পেয়ে নিজের বাগানে পরীক্ষামূলকভাবে ভাল ফলন পেয়েছেন।

ভাল ফলন হওয়ায় এবার বাণিজ্যিক ভাবে এই তেঁতুল চাষ করার পাশাপাশি চারাগাছ বিক্রি করার কথা ভাবছেন।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন