সূর্যমুখী চাষে মিলতে পারে বিপুল লাভ!
সূর্যমুখী ফুলতো আছেই সঙ্গে এর বীজের তেলের চাহিদাও ক্রমাগত বাড়ছে
জেনে নেওয়া কীভাবে সূর্যমুখী চাষ করলে কম খরচে উঠে আসবে প্রচুর লাভ
ফলন অনুযায়ী সূর্যমুখী জাত নির্বাচন করুন
জওয়ালামুখী, কে ভি এস এইচ ওয়ান, এম এস এফ এইচ ফোর, এই ধরনের জাত চাষ করে অধিক ফলন পেতে পারেন
এই চাষের প্রতি একর জমিতে ৪ থেকে ১৪ কুইন্টাল পর্যন্ত ফলন দিতে পারে
ভালো ফলনের জন্য আগাছা নিয়ন্ত্রণ প্রয়োজন, আগাছার কারণে সূর্যমুখী গাছ সঠিক পরিমাণে পুষ্টি পায় না
জমিতে সেচের জন্য ডিপ পদ্ধতি ব্যবহার করুন এটি জল সাশ্রয় করে এবং সেচের খরচ কমায়
মাঠ প্রস্তুত করার সময় জমির মাটিতে সার যোগ করার পরিবর্তে, জলে দ্রবনী সার ব্যবহার করুন
এতে সার কম ব্যবহার কারণে খরচও কমে যায়, এর পাশাপাশি ফলন ও গুণগত মান বৃদ্ধি পায়
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন