বাঁকুড়া জেলায় ছাতনা বাইপাসের পাশে অবস্থিত ড্যাফোডিলস একাডেমি

সেখানে বিভিন্ন রকমের পপুলার কালচার এর অন্তর্গত জনপ্রিয় চরিত্রের ছবি এঁকে ছাত্রছাত্রীদের পড়ানো হচ্ছে ছাত্র-ছাত্রীদের 

ক্লাসরুমে জায়গা করে নিয়েছে রংবেরঙের মজার চিত্র

বাঁকুড়ার ড্যাফোডিলস একাডেমীর দেয়ালে জায়গা করে নিয়েছে মিস্টার বিন থেকে শুরু করে অ্যাংগ্রি বার্ডস পর্যন্ত

তার সঙ্গে রয়েছে রংবেরঙের শিক্ষা কেন্দ্রিক বিভিন্ন চিত্র

প্রত্যেকটি ছবি একটি করে গল্প বলছে

সেই গল্পগুলি ছাত্র-ছাত্রীদের মনের দরজা উন্মুক্ত করবে এমনটাই বলছেন ড্যাফোডিলস একাডেমির এডুকেশন ডাইরেক্টর শান্তব্রত সেন

শুধুমাত্র পড়াশোনার জন্য বা শিক্ষা দেবার জন্য না শিশু মনের বিকাশও এগুলি সাহায্য করবে

পাশাপাশি তাদের মধ্যে থাকা শিল্পী সত্তাও জাগ্রত হবে 

তারাও হাতের কাজ করতে ও শিখতে উৎসাহি হবে   

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন